Connect with us
ক্রিকেট

মাঠে ফিরছেন তামিম, দিতে হবে ফিটনেস পরীক্ষা

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ তম আসর। সেই লক্ষ্যে মাঠে ফেরার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। কিন্তু বিপিএলে ভালো খেলার প্রস্তুতি স্বরুপ ইচ্ছে পোষণ করেছেন এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটে। ফলে ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মিরপুরের হোম অব গ্রাউন্ডে।

সম্প্রতি মিরপুরে অনুশীলন শুরু করেছেন তামিম। প্রথম কয়েকদিন ইনডোরে নিজের প্রাকটিস সেশন চালিয়ে নিয়েছেন তিনি। এবার নেমেছেন মিরপুরের সেন্ট্রাল উইকেট ব্যাটিংটাকে আরও ধারালো করতে। কিন্তু এখনও পর্যন্ত তামিমকে কোনো ফিটনেস ট্রেইনারের সাথে কথা বলতে দেখা যায়নি। নিজে থেকেও কোনো প্রকার ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যায়নি তাঁকে।

তবে নির্বাচক হান্নান সরকারের কড়া বার্তা তামিমকে মাঠে নামতে হলে দিতে হবে ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্টে পাশ না করতে পারলে খেলতে দেওয়া হবে না এনসিএল টি-টোয়েন্টি ফরম্যাটে।

বর্তমানে চলছে এনসিএলের টেস্ট ফরম্যাটের খেলা। যা শেষ হবে আগামী ৩ ডিসেম্বর। এরপরই ৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথমবারের মতো এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। যা শেষে হবে ২৩ ডিসেম্বর। এর ১ সপ্তাহ পরেই ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর।

বিপিএলের ১০ম আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। বরিশালকে জিতিয়েছেন বিপিএলের প্রথম শিরোপা। এবারও নামবেন নেতৃত্বের ভার কাঁধে নিয়ে। তবে এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে।

এবিষয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘তামিম যেহেতু এনসিএল খেলবেন সেহেতু তাঁকে স্বাভাবিকভাবেই তাঁকে তার বিভাগের হয়েই খেলতে হবে। এছাড়াও সে কখন, কয়টা এবং কোন কোন ম্যাচ খেলবেন সেটা আমরা একসাথে বসে আলোচনা করবো। তবে সে এনসিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এটা একটা ভালো দিক আমাদের জন্য।’

এসময় হান্নান সরকার ফিটনেস টেস্ট ইস্যুতে বলেন, দেখেন ফিটনেস টেস্ট একটি মৌলিক প্রক্রিয়া। সকল খেলোয়াড়কে ফিটনেস টেস্টে পাশ করেই খেলতে নামতে হবে। ফিটনেস টেস্টের নির্দিষ্ট মানদন্ড স্পর্শ করেই তাঁদেরকে মাঠে নামতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা কিছুটা ছাড় দেওয়া হয়। তবে ফিটনেস টেস্ট দিতেই হবে। সবার জন্য এটা কার্যকর।’

এসময় সাকিব ইস্যুতে প্রশ্ন করলে হান্নান সরকার বলেন, ‘সাকিবের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। সে খেলবে কি খেলবে না সে বিষয়েও আমার কাছে কোনো তথ্য নাই। সুতরাং আমি এবিষয়ে মন্তব্য করতে পারবো না।’

উল্লেখ্য তামিমের বিষয়ে বোর্ড কর্তাদের কাছে অনেক স্পষ্ট ধারণা থাকলেও সাকিবের বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কোনো বোর্ডকর্তা। এমনকি সাকিব বিপিএলেও খেলতে পারবেন কি না জানা নেই কারও।

আরো পড়ুন : বাংলাদেশ বনাম মালদ্বীপ, ম্যাচটি দেখুন সরাসরি

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট