গত বছরের অক্টোবরে বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে সফরকারীদের হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লাল-সবুজ বাহিনী। একই মাঠে বছরখানেক পর মালদ্বীপের কাছে হারের মুখ দেখল তপু-রাকিবরা।
নভেম্বর উইন্ডোতে ফিফার দুই ম্যাচ প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে মালদ্বীপ। আজ (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে মালদ্বীপ।
এদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলেছে বাংলাদেশ। তবে বল পজিশনে এগিয়ে থেকেও ডিফেন্ডারদের ভুল ও গোলের সুযোগ মিস করে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ফাউলের কারণে ফ্রি কিক পায় মালদ্বীপ। ফ্রি-কিক থেকে নেয়া শটে হেড দিয়ে গোল করেন আলী ফাসির।
আরও পড়ুন:
» লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের
» নেইমারকে ফিরে পেতে চায় তাঁর শৈশবের ক্লাব!
এরপর একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি রাকিব-মোরসালিনরা। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩ মিনিটে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। সোহেল রানার দূর থেকে নেওয়া শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। মালদ্বীপের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালায় রাকিব-মোরসালিনরা। তবুও কাঙ্খিত সেই গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।
শেষ ১৫ মিনিটে আক্রমণের হার আরো বাড়িয়ে দেয় বাংলাদেশ। তবে বেশ কয়েকবার ডিফেন্ডারদের ফাঁকি দিতে পারলেও প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিতে ব্যর্থ হয় মোরসালিনরা। একাধিক সুযোগ পেয়েও ভালো ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়ে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মালদ্বীপ। আগামী শনিবার (১৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/বিটি