সাধারণত একজন খেলোয়াড়ের পেশাদার ফুটবলে যাত্রা শুরু হয় ১৭ থেকে ২০ বছর বয়সে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন চিত্রও দেখা যায়। কিন্তু যে বয়সে পেশাদার ফুটবলে নাম লেখানোর কথা সে বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছেন এক ফুটবলার।
শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করেছেন রিয়াল মাদ্রিদের একাডেমির এক ফুটবলার। মার্ক কুকালন নামের এই স্প্যানিশ ফুটবলার মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন। মূলত একাধিক চোটের কারণেই তাকে ফুটবল ছাড়তে হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে রিয়ালের একাডেমি দলের হয়ে সেলটিকের বিপক্ষে মাঠে নেমেছিলেন কুকালন। সে ম্যাচে রিয়াল ৬-০ গোলে জয় পেলেও বড় বিপদে পড়েন কুকালন। ম্যাচে ৭৭ মিনিটে গুরুতর চোটে পড়েন তিনি। আর এই চোটই শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন:
» আইসিসি থেকে সুখবর পেলেন শান্ত-মাহমুদউল্লাহরা
» ঘরের মাঠে মালদ্বীপের কাছে বাংলাদেশের হার
এর আগেও একাধিক চোটে পড়েছিলেন কুকালন। তবে সেলটিকের বিপক্ষে চোটে তার ডান হাটুর ক্রুসিয়েট লিগামেন্ট ছিড়ে যায়। তবে এরপর তার লিগামেন্টে সফল অস্ত্রোপচার সম্ভব হয়নি। যে কারণে এই চোট থেকে আর পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
চোটের দুই বছর পর কুকালন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি রিয়াল মাদ্রিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার পরিবারের সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
২০১৬ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন কুকালন। রিয়ালের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব -১৩ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/বিটি