আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের জার্সিতে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। এই দিকে দরজায় কড়া নাড়ছে বিপিএল। কিন্তু এখনও নিশ্চিত হয়নি টুর্নামেন্টটির ১১তম আসরে সাকিবের খেলা হবে কি-না।
সম্প্রতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। সাবেক সরকার দলের সঙ্গে জড়িত থাকায় নিরাপত্তার কারণে দেশে ফেরার হচ্ছে না সাকিবের। টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটিও দেশের মাটিতে খেলা হয়নি বিশ্ব সেরা এই অলরাউন্ডারের।
দেশের সব থেকে বড় আসর বিপিএলে সাকিবের খেলা হবে কি-না তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাকিবপ্রেমীরা। তবে এই বিষয়ে মুখ খুলেছেন চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরি।
সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় সামির সাকিব প্রসঙ্গে বলেন, ‘ সাকিবের খেলা হবে কি-না এই বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। বোর্ড থেকেও এই ব্যাপারে আমাদের কিছু বলেনি। তবে আমরা বোর্ডে একটি চিঠি পাঠাবে। এখন দেখার বিষয় তারা কি বলে।’
বন্দর নগরীর হয়ে সাকিবের যদি খেলা না হয় তাহলে বিকল্প ক্রিকেটার দলে ভেড়াবে কি না এমন প্রশ্ন জবাবে সামির বলেন, ‘ আমাদের এ নিয়ে পরিকল্পনা আছে। আমরা ইতোমধ্যে কয়েক জনের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে দুই জন পছন্দে হয়েছে। দেখি কি হয়।’
বিপিএলের প্রথম এবং দ্বিতীয় আসরে অংশগ্রহণ করেছিল চট্টগ্রাম কিংস। এর পর আর দেখা যায়নি এই ফ্রাঞ্চাইজিটিকে। দীর্ঘ সময় পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় পরিকল্পনা রয়েছে দলটির। এই সম্পর্কে সামির কাদের বলেন, ‘ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ থাকে। আমরা এই বিষয়ে চিন্তা করছি। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে একটা অনুষ্ঠানে মাধ্যমে উন্মোচন করবো।’
উল্লেখ্য, চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১১তম বিপিএল আসর। শেষ হবে ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশগ্রহণ করবে ৭ টি দল। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে বিপিএলের এবারের আসরের ম্যাচ ফিক্সার।
আরও পড়ুনঃ বিমানের সেই ঘটনায় প্রশংসায় ভাসছেন ব্রুনো ফার্নান্দেজ, কী হয়েছিল?
ক্রিফোস্পোর্টস/১৪ নভেম্বর ২৪/এইচআই