আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে নিজেদের ১১তম ম্যাচে কাল প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে আলবিসিলেস্তেদের। ঘরের মাঠে কৌশল হিসেবে আর্জেন্টিনা ও মেসির জার্সিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্যারাগুয়ে।
বিশ্বকাপ বাছাই পর্বে এর আগে নিজেদের প্রথম দেখায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার তাই ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় প্যারাগুয়ে। আর তাই ঘরের মাঠের সুবিধা নিয়ে স্থানীয় দর্শকদের মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পরে মাঠে আসতে নিষেধ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
তবে প্রবেশাধিকার না থাকলেও মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে আসবেন সমর্থকরা বিশ্বাস করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন মেসির সবকিছুর ঊর্ধ্বে। নিষেধাজ্ঞা থাকলেও প্যারাগুয়ে ম্যাচে মাঠে মেসির জার্সি দেখার আশা করেন তিনি।
স্কালোনি বলেন, ‘প্যারাগুয়ের ফুটবলারদের সমর্থনে সবাই জাতীয় দলের জার্সি পরবে এমনটাই চায়। কিন্তু লিও (মেসি) সবকিছুর ঊর্ধ্বে। আর্জেন্টিনার জার্সি তাই দেখা যাবে বলে মনে করি গ্যালারিতে।’ কেননা বিশ্বব্যাপী মেসির জনপ্রিয়তা অন্যরকম। প্যারাগুয়েতেও বেশির ভক্ত নেহাতই কম নয়। তাই স্থানীয় সমর্থকরাও মেসির জার্সি পরতে পারেন।
তবে মেসির জার্সি পড়লেই যে কেউ আর্জেন্টিনার সমর্থক হয়ে যাবে খেলার নয়। লিওনেল স্কালোনি মনে করেন, মেসির ভালোবাসা থেকেই তার জার্সি পরতে পারেন প্যারাগুয়ের সমর্থকরাও ‘এর মানে এই না যে তারা মেসির জার্সি পরলে প্যারাগুয়েকে সমর্থন করবে না। জার্সি থাকলেই আর্জেন্টিনার সমর্থক হয়ে যাবেন, ব্যাপারটি এমনও নয়।’
আরও পড়ুন:
» ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে, সরাসরি দেখবেন যেভাবে
» বিপিএল-২০২৫ : সাকিব ইস্যুতে সামনে এলো নতুন তথ্য
এদিকে প্যারাগুয়ের কোচ বলেন এমন সিদ্ধান্তে তার কোন ধারণা নেই, ‘জার্সি নিষিদ্ধ করার বিষয়ে আমার কিছু করার নেই। এই নবিষয়ে কোনো ধারণা নেই আমার। আমি মনে করি সংঘাত হতে পারে, এমন পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া। মেসি আগামীকাল আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে আমি চাই সে জীবনের সেরা ম্যাচটা খেলুক, তবে আগামীকাল না।’
এর আগে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছিলেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। স্বাগতিক সমর্থকদের ক্ষেত্রে প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া স্টেডিয়ামে প্রবেশাধিকার থাকবে না। যারা প্রতিপক্ষের জার্সি পরে মাঠে আসবেন, তাদের মাঠে ঢুকতে দেয়া হবে না।’
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/এফএএস