Connect with us
ক্রিকেট

শের-ই বাংলায় সুইমিংপুল ও মসজিদ করার পরিকল্পনা বিসিবির

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

হোম অব গ্রাউন্ড নামে পরিচিত মিরপুরের শের-ই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দেশের মাটিতে অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ধরা হয় মিরপুরের এই মাঠকে। হরহামেশা ক্রিকেটারদের ব্যস্ততা লেগেই থাকে মিরপুরের এই স্টেডিয়াম ঘিরে। দেশের অন্যতম এই স্টেডিয়ামকে নিয়ে জানা গেছে বিসিবির নতুন পরিকল্পনার কথা।

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়ারদের জন্য রয়েছে উন্নতমানের নানা সুবিধা। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে আছে মানসম্মত জিমের ব্যবস্থা। এখানে রয়েছে ইনডোর-আউটডোর প্র্যাকটিসের সুবিধাও। দেশের মাটিতে সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামের। যার মাঠে রয়েছে দুর্দান্ত আউটফিল্ড।

তবে অভাব ছিল একটাই– সুইমিংপুল। স্টেডিয়ামের আশেপাশে ক্রিকেটারদের সুইমিংপুলের তেমন কোনো ব্যবস্থা ছিল না। তবে ক্রীড়াবিদদের চাঙা রাখতে সাঁতার বেশ কার্যকরী হয়ে থাকে। তাই এবার মিরপুরের এই স্টেডিয়ামে ক্রিকেটারদের সুবিধার্থে সুইমিংপুলের ব্যবস্থা করছে বিসিবি। পাশাপাশি একটি মসজিদ করারও পরিকল্পনা রয়েছে।

Mirpur Stadium

মিরপুর স্টেডিয়াম।

মিরপুর স্টেডিয়ামের জিমের সামনে পড়ে থাকা খালি জায়গায় এই সুইমিংপুল করার পরিকল্পনা রয়েছে বিসিবির। এরই মধ্যে আজ বৃহস্পতিবার জায়গাটির ঘুরে দেখেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ নিজেই। তার সঙ্গে স্থানটি পর্যবেক্ষণ করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজনও। তবে জায়গাটি জাতীয় ক্রীড়া পরিষদের হওয়ায় অনুমোদনের অপেক্ষায় বিসিবি।

আরও পড়ুন:

» আইপিএলের নিলামে যে দলের নজরে তাসকিন

» হেলমেট পরে কীভাবে থাকেন জ্যোতিরা, জানালেন সাবিনাদের

দেশের এক গণমাধ্যমকে এই বিষয়ে সিইও সুজন বলেন, ‘এটা নিয়ে এখনও প্রথমিক পর্যায়ে আলোচনা চলছে। আমাদের এই (সুইমিংপুল ও মসজিদ করার) পরিকল্পনাটি রয়েছে। তবে স্থাপনাটি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের। তাই তাদের অনুমোদন ছাড়া কিছু করা সম্ভব হবে না। যদি এনএসসির অনুমোদন পাওয়া যায়, তবে কাজটি করা হবে।’

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট