Connect with us
ক্রিকেট

আবরারসহ তিনজনের নামে স্টেডিয়ামের নামকরণ

Stadium renamed after three people, including Abrar
শহীদদের নামে স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থান তাদের নামে নামকরণ করা হয়েছে। এমনকি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনও শহীদদের নামে নামকরণ করা হয়েছে। তবে এবার শহীদদের নাম স্থান পেল স্টেডিয়ামেও।

মাসখানেক আগে শহীদদের নামে স্টেডিয়ামের নতুন নামকরণের ঘোষণা দিয়েছিলেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার তিন শহীদের নামে দুটি স্টেডিয়াম ও একটি খেলার মাঠের নতুন নামকরণ করা হয়েছে।

কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম। এছাড়া ঢাকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।

আরও পড়ুন:

» শের-ই বাংলায় সুইমিংপুল ও মসজিদ করার পরিকল্পনা বিসিবির

» হেলমেট পরে কীভাবে থাকেন জ্যোতিরা, জানালেন সাবিনাদের 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আসিফ মাহমুদ তার অফিশিয়াল ফেসবুক পেজে এই নতুন নামকরণের ঘোষণা দেন।

এই তিন শহীদদের মধ্যে জুলাইয়ের ছাত্র আন্দোলনে নিহত হয়েছিলেন ফারহান ফাইয়াজ ও মারুফ। গত ১৮ জুলাই আন্দোলনের ধামন্ডি ২৭ নম্বর রোডে ফারহান বুকে গুলি লেগে নিহত হন। তিনি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এছাড়া শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ নিহত হন ৫ আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে ছাত্র-জনতা বিজয় মিছিলে হামলা চালায় পুলিশ। আর সেখানেই গুলি লেগে মৃত্যুবরণ করেন এই মারুফ।

এদিকে আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৬ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই ছাত্রকে রুমের ভেতর পিটিয়ে হত্যা করেছিল বুয়েটে শাখা ছাত্রলীগের নেতারা।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট