গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যে কয়জন ক্রিকেটার আলো ছড়িয়ে ছিলেন, তাদের মধ্যে অন্যতম তানজিম হাসান সাকিব। ধারাবাহিক পারফর্ম করে টাইগারদের পেস আক্রমণে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি কোন লিগে খেলার সুযোগ পেয়েছেন তানজিম সাকিব।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যুক্ত হয়েছেন এই টাইগার পেসার। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া গ্লোবাল সুপার লিগে নতুন এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। এদিকে গ্লোবাল এই টুর্নামেন্টে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। তাই দেশীয় ক্রিকেটারদের বিপক্ষেও খেলতে হবে এই টাইগার পেসারকে।
বিশ্বের বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন ৫ ক্লাব নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করা হয়েছে এই গ্লোবাল টুর্নামেন্টে। যেখানে বিপিএলের গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ না নেওয়ায় সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। যেই দলের অংশ হিসেবে আছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নুরুল হাসানের মতো অসংখ্য টাইগার ক্রিকেটার।
এদিকে মজার বিষয় দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ইমরান তাহিরের সুপারিশে বিদেশি এই লিগ খেলার সুযোগ পাচ্ছেন সাকিব। এই প্রোটিয়া ক্রিকেটার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের একজন সদস্য। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের দারুন পারফরম্যান্স দেখে তাকে নিজেদের দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান তাহির।
আর সেই ফলশ্রুতিতেই তানজিম সাকিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করে খেলার জন্য প্রস্তাব দেন তিনি। এই বিষয়ে দেশের এক গণমাধ্যমকে সাকিব জানান, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স তাহির ভাইয়ের ভালো লেগেছে। তিনি আমার সাথে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময় তখন ফাঁকা থাকায় আমি রাজি হয়ে যাই।’
আরও পড়ুন:
» ব্রাজিলিয়ান রেফারির ওপর রাগ ঝাড়লেন মেসি, নেপথ্যে যে কারণ
» ডিসেম্বরে ঘরের মাঠে শেষ টেস্ট খেলবেন টিম সাউদি
এদিকে প্রথমবারের মতো বিদেশি কোন লিগ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই টাইগার ক্রিকেটার। সেই গণমাধ্যমকে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। বিষয়টিকে দারুন সুযোগ মনে করছেন সাকিব, ‘বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
আগামী ২৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই খেলা আছে তানজিম সাকিবদের। এরপর আগামী ৫ ডিসেম্বর গ্রুপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস