লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষক ভেনেজুয়েলা। ঘরের মাঠে সেলেসাওদের আতিথ্য দেবে দলটি। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মাঠে শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার এডার মিলিতাও। এছাড়া ফরোয়ার্ড লাইনে রদ্রিগোকেও পাচ্ছেন না দরিভাল জুনিয়র।
তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি দিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। চোটের কারণে গত অক্টোবর উইন্ডোর ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আজকের ম্যাচের জন্য পুরোপুরি ফিট এই রিয়াল মাদ্রিদ তারকা। তাছাড়া মাঠে দারুণ ছন্দে রয়েছে তিনি, যা দলের শক্তি বাড়াবে।
আরও পড়ুন:
» অস্ট্রেলিয়ায় স্থায়ী ইমরুল, ওয়াটসনের সঙ্গে খুলবেন ক্রিকেট একাডেমি
» ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে, সরাসরি দেখবেন যেভাবে
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে বেশ কয়েকবার হোঁচট খেয়েছে ব্রাজিল। তবে ধীরে ধীরে চেনা রূপে ফিরছে সেলেসাওরা। তাছাড়া এ ম্যাচেও প্রতিপক্ষও তুলনামূলক সহজ। ভেনেজুয়েলার মাঠেও ব্রাজিলের কোনো হার নেই। এর আগে ৯ ম্যাচেই জিতেছিল তারা। সর্বশেষ পাঁচ ম্যাচে ব্রাজিল ৩ ম্যাচে জয় পেয়েছে এবং ২ ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ৫জয়, ৪ হার ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতে ভেনেজুয়েলার বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে যেতে চাইবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সরাসরি দেখবেন যেভাবে:
ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচটি উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। । তবে অনলাইনে স্পোর্টজফাই মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। এছাড়া ইয়াসিন টিভি অ্যাপ থেকে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/বিটি