Connect with us
ফুটবল

ব্রাজিলিয়ান রেফারির ওপর রাগ ঝাড়লেন মেসি, নেপথ্যে যে কারণ

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

ল্যাটিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের চলতি চক্রের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এদিন ২-১ গোলে হেরে গিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এ ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট হননি লিওনেল মেসি এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

এ ম্যাচে ৩৭ মিনিটে মেসিকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন আলদেরেতা। রেফারি
দারোঙ্কো আলদেরেতাকে কার্ড দেখালে মোট দুটি হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো তাকে। কিন্তু সেটি না হওয়ায় ব্রাজিলিয়ান এ রেফারির ওপর রাগ ঝাড়েন মেসি। আঙুল তুলে কিছু একটা বলতে দেখা গেছে মেসিকে।

খেলা শেষে দারোঙ্কোকে কাঠগড়ায় তুলেছেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর থেকে পাওয়া যাই, রেফারিং নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেন, ‘ এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’

৩৭ মিনিটে মেসিকে ফাউল করা আলদেরেতা কার্ড দেখালে দুটি কার্ড খেয়ে মাঠ ছাড়তে হতো তাকে। ৪৭ মিনিটে হেড থেকে এই আলদেরেতের গোলেই এগিয়ে যায় প্যারাগুয়ে এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই হেরেছে আর্জেন্টিনা।

রেফারি দারোঙ্কোর ওপর আঙুল তুলেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও। এই ফুটবলার বলেন, ‘ আমি দারোঙ্কোকে বলেছি, আলদেরেতের মাঠে থেকে যাওয়া এবং গোল করা ঠিক হয়নি।’

২০১৪ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছেন দারোঙ্কো। ফিফা ২০১৮ বিশ্বকাপে রেফারিদের তালিকায় জায়গা পেয়েছিলে ব্রাজিলিয়ান রি রেফারি। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে-ইকুয়েডর ১০ম রাউন্ডের ম্যাচে দারোঙ্কো তার পরিচালনার উপর প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুনঃ ডিসেম্বরে ঘরের মাঠে শেষ টেস্ট খেলবেন টিম সাউদি



ক্রিফোস্পোর্টস/১৫ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল