প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন ক্লাব একত্রিত হয়। যেখানে এবার খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। গেল বারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ না নেওয়ায় দারুন এই সুযোগ পেয়েছে নুরুল হাসান সোহানের দল।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। যেখানে রংপুর রাইডার্সসহ আছে মোট পাঁচ দল। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে গতকাল থেকে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাইডার্সরা। আজ শুক্রবার সকালেও অনুশীলন করেছেন আফিফ-সৌম্যরা। এদিন অনুশীলন শেষে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন আফিফ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে আফিফ হোসেন কথা বলেছেন গ্লোবাল সুপার লিগ নিয়ে। বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে ভালো করতে চান তিনি, ‘রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো আর সবসময় আসে না। তাই আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’
গ্লোবাল সুপার লিগে ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন আফিফ। তাছাড়া এ বছর এখনো জাতীয় দলের বাইরে থাকা আফিফ ভালো করে ফিরে আসতে চান কিনা সে প্রশ্ন জবাবে জানান, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নাই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
আরও পড়ুন:
» প্রথমবার বিদেশি লিগে তানজিম, খেলবেন রংপুরের বিপক্ষেও
» লঙ্কান লিগের দ্বিতীয় দিনে একই ম্যাচে দেখা যাবে সাকিব-সৌম্যকে
এই টুর্নামেন্টে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও সুযোগ পাবেন বলেও মনে করেন তিনি, ‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’
টুর্নামেন্ট উদ্বোধনের পরের দিনই মাঠে নামবে রংপুর রাইডার্স। ২৭ নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে খেলবে সাকিবের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের মোকাবিলা করবে রংপুর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রভিডেন্স ও গায়ানার ভেন্যুতে।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস