বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এক নাম মোহাম্মদ রফিক। সাকিব পূর্বযুগের দেশসেরা স্পিনারও তিনি। যার থেকে অনেক বিদেশি খেলোয়াড়রাও নিয়েছেন বোলিং টিপস। খেলোয়াড়ি জীবন পার করে যুক্ত হয়েছেন কোচিং পেশায়। কিন্তু বিসিবি থেকে কখনও ডাকা হয় নি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনারকে।
মাঠের ক্রিকেট ছেড়েছেন বহু আগেই। এরপর ক্রিকেটার তৈরির পেশায় যোগ দেন। সেখানেও পার হয়েছে বহুসময়। বর্তমানে কাজ করছেন রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে। সামনে রয়েছে গ্লোবাল সুপার লিগ। সেখানে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স।
ইতোমধ্যেই গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের অনুশীলনের মাঝে আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ রফিক।
এসময় আক্ষেপ করে গণমাধ্যমকে রফিক বলেন, ‘দেখুন আমরা তো বোর্ডের সাথেই কাজ করতে চাই। আমরা সবসময়ই প্রস্তুত থাকি কখন বোর্ড আমাদের ডাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো বোর্ড আমাদের ডাকে না। অবসর নেওয়ার পরও আমরা সবসময় ক্রিকেটের সঙ্গেই আছি। যেমন আমি ঘরোয়া ক্রিকেটে শেখ জামাল এবং বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত আছি। আমরা বসে থাকি না তো।’
বিসিবি কতৃক সালাউদ্দিনকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে রফিক বলেন, ‘আমরা ক্রিকেট ছেড়ে কোচিং পেশা বেঁচে নিয়েছি। কারণ আমাদের ক্রিকেটীয় জ্ঞানটুকু আমরা ছড়িয়ে দিতে চাই। কিন্তু দুঃখের বিষয় আমরা সেটা করতে পারছি না। তবে এখন দেশীয় কোচিংয়ের উন্নতি হচ্ছে। সালাউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে তাঁর দায়িত্ব টিপস দেওয়া। খেলোয়াড়রা সেগুলো মানতে পারলে ফলাফল ভালো হবে।’
এসময় রফিক আরও বলেন, ‘দেখেন এখনে আমাদের কিছু শেখার প্রয়োজন নেই। কারণ আমরা খেলোবো না খেলবে খেলোয়াড়রা। আমাদের দেওয়া টিপসগুলো ওরা কাজে লাগাতে পারলে ফলাফল ভালো হবে নাহলে খারাপ। তবে আমাদের জন্য সুখবর যে আমরা দেশীয় কোচরা ভালো করছি। সারাদেশে সবাই যদি এমন ভালো করে তাহলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং ফলাফলও ভালো হবে।’
উল্লেখ্য মোহাম্মদ রফিক বর্তমানে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গ্লোবাল সুপার লিগের পর এবারের বিপিএলেও বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঘরোয়া লিগে শেখ জামালের বোলিং কোচের দায়িত্বে আছেন তিনি।
আরো পড়ুন : গ্লোবাল সুপার লিগে নিজেদের লক্ষ্যের কথা জানালেন আফিফ
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এসআর