লম্বা সময় যাবত জাতীয় দলের বাইরে ছিলেন ইমরুল কায়েস। তবে নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার সেই প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও নিজের বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন ইমরুল। আগামীকাল বিদায়ী ম্যাচ খেলতে নামার আগে এক আবেগঘন বার্তা দিয়েছেন ইমরুল।
আজ দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে অবসরের ঘোষণা দিয়ে লম্বা এক পোস্ট করেছেন এই টাইগার ক্রিকেটার। এদিন নিজের বিদায়ী বার্তায় ইমরুল তুলে এনেছেন তার শৈশবের অনুপ্রেরণার কথা। দেশের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার ইচ্ছা থাকলেও বাস্তবতার কারণে না পারার কথাও বলেছেন। তার সমর্থকদের জানিয়েছেন কৃতজ্ঞতা।
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে খেলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ইমরুল। ফেসবুক পোস্টে তিনি জানান, ‘কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’
তিনি আরও যোগ করে, ‘তবে হ্যাঁ, আমি শুধু টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট আরও কয়েক বছর চালিয়ে যেতে চাই। বিশেষ করে বিপিএল-ডিপিএল খেলতে চাই। আশা করি, বিসিবি আমার ইচ্ছাটাকে সম্মান দিবে এবং সম্মত হবে। যদি কখনো আবার সুযোগ হয়, আপনাদের ভালোবাসা নিয়েই আমি দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভিন্ন ভূমিকায় কাজ করতে চাই।’
শৈশবে ক্রিকেটে আসার অনুপ্রেরণার কথা জানিয়ে ইমরুল বলেন, ‘সে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা! আমার বাবা সবসময় বলতো, “যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে হ্যাপি মানুষ!”
দেশের ক্রিকেটে আরো অনেক কিছু দেয়ার ইচ্ছা ছিল বলেও জানান তিনি, ‘আমার দেশের হয়ে আরও অনেক কিছু দেবার ইচ্ছা ছিলো। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে, আমি চাই আমার ইচ্ছার বাকিটুকু নতুন প্রজন্মের ছেলেরা করুক, ইনশাআল্লাহ। তাদের হাত ধরে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি সম্মান বয়ে আনুক, বিশ্ব জয় করুক বাংলাদেশ!’
আরও পড়ুন:
» গ্লোবাল সুপার লিগে নিজেদের লক্ষ্যের কথা জানালেন আফিফ
» লঙ্কান লিগের দ্বিতীয় দিনে একই ম্যাচে দেখা যাবে সাকিব-সৌম্যকে
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইমরুল আরো বলেছেন, ‘কৃতজ্ঞতা জানাতে চাই, আমার দেশের এবং দেশের বাইরের সেই মানুষদের প্রতি, যাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে ভালো খেলার সাহস ও শক্তি যুগিয়েছে বারবার।’ এছাড়া নির্দিষ্ট কিছু মানুষকে উদ্দেশ্য করে কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরুল।
বিদায়ী ম্যাচের প্রথম দিন ভক্তদের সঙ্গে দেখা করতে চাওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘১৬ তারিখ, মিরপুর স্টেডিয়ামে, খেলাশেষে কিছু মুহূর্ত কাটাতে চাই আপনাদের সাথে, যাদের ভালোবাসায় ভর করে এগিয়ে গেছে আমার পুরো জার্নিটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।১৬ তারিখ, খেলাশেষে দেখা হবে। আর দেখা হবে, ক্রিকেটের বিজয়ে! বাংলাদেশের বিজয়ে!’
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস