আগামী ২০২৬ বিশ্বকাপ খেলতে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্ব খেলছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। চলতি বছরের সবশেষ ফিফা উন্ডোতে দুটি করে ম্যাচ রয়েছে এই দুই দলের। যার মধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে তারা। যেখানে গতকাল রাতে ব্রাজিল এবং আজ ভোরে আর্জেন্টিনা মাঠে নেমে জয়ের দেখা পায়নি।
বাছাই পর্বের ম্যাচে বৃহস্পতিবার রাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। অপরদিকে গেল বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে হেরেছে ২-১ গোলের ব্যবধানে। তবে পরাজিত হলেও এখন পর্যন্ত নিজেদের খেলা ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের তালিকায় শীর্ষে রয়েছে মেসির দল।
এদিকে আর্জেন্টিনার তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে তাদের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তবে গেল কিছু ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছে সেলেসাওরা। নিজেদের খেলা সব শেষ পাঁচ ম্যাচে ৩ জয় ও ১ ড্র রয়েছে তাদের। সব মিলিয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট রয়েছে ব্রাজিলের।
তবে এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি দলটির। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলের হাতেই এখন পর্যন্ত রয়েছে বাছাই পর্বের বাকি সাতটি করে ম্যাচ। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই খেলা ১০ দলের মধ্যে সুযোগ পাবে ৬ টি দল। তাই খুব বেশি কঠিন হবে ব্রাজিলের জন্য বিশ্বকাপের সুযোগ নিশ্চিত করা, তা নয়। তবে ব্রাজিলের সামনে রয়েছে কঠিন সব ম্যাচ।
আগামী বুধবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর বাকি ম্যাচগুলো হবে আগামী বছর। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকবে– কলম্বিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়া। বিশ্বকাপের টিকিট পুরোপুরি নিশ্চিত করতে এই ম্যাচগুলোর মধ্যে অন্তত পাঁচটিতে জয় থাকতে হবে সেলেসাওদের।
আরও পড়ুন:
» আমরা সবসময়ই রেডি থাকি কখন বোর্ড আমাদের ডাকবে : রফিক
» শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিলেন ইমরুল
এখন পর্যন্ত পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে এর পরের বাকি তিন দল মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। তাই নিজেদের অবস্থান ধরে রাখতে ধারাবাহিক জয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে। বাকি ৭ ম্যাচে ১৬ পয়েন্ট তুলতে পারলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার কোনরকম সম্ভাবনা থাকবে না তাদের।
অপরদিকে অনেকটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। বাকি ৭ ম্যাচে আর মাত্র ১১ পয়েন্ট তুলতে পারলে আর কোন হিসাব-নিকাশের প্রয়োজন পড়বে না তাদের জন্য। এমনকি প্রতিপক্ষের ব্যর্থতায় আরো আগে নিশ্চিত হয়ে যেতে পারে বিশ্বকাপের টিকেট। আগামী বুধবার ভোরে ব্রাজিলের ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিট পড়বে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস