Connect with us
ক্রিকেট

৩৮ বছর পর ভারতীয় ক্রিকেটে দেখা মিললো বিরল কীর্তির

আনশুল কাম্বোজ। ছবি : সংগৃহীত

ভারতে চলছে সেখানকার ঘরোয়া লিগ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফির এবারের মৌসুমে ঘটলো এক বিরল ঘটনা। এক ইনিংসে ১০ উইকেট নিয়ে এই বিরল রেকর্ডের মালিক হন হরিয়ানার পেসার আনশুল কাম্বোজ। যা রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয়বার ঘটেছে।

আজ (শুক্রবার) ইতিহাস ছোঁয়ার লক্ষ্য নিয়েই তৃতীয় দিনের খেলা শুরু করে আনশুল।

রঞ্জি ট্রফিতে কেরালার বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে প্রথম দুই দিনে একাই ৮ উইকেট তুলে নেয় আনশুল। এরপর বাকি ২ উইকেট তুলে নিতে নামেন তৃতীয় দিনের খেলায়। লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়ামে আনশুলের সেই স্বপ্নটাও পূরণ হয়ে যায়। তৃতীয় দিনে বাকি ২ উইকেট তুলে নিয়ে রঞ্জি ট্রফির বিরল রেকর্ডে নাম লেখায় আনশুল।

বিরল রেকর্ড গড়ার দিনে আনশুলের ছিল অবিশ্বাস্য বোলিং ফিগার। তাঁর বোলিং ফিগার ছিল ৩০.১ ওভারে ৯-৪৯-১০। যা হরিয়ানার হয়ে সেরা বোলিং ফিগার। এর আগে এই রেকর্ড ছিল জগিন্দর শর্মার দখলে। ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য জগিন্দর শর্মার বোলিং ফিগার ছিল ২৪ রানে ৮ উইকেট। যা তিনি ২০০৪-২০০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে করেছিলেন।

প্রায় ৩৮ বছর পর রঞ্জি ট্রফিতে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে দেখা মিললো এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার এমন বিরল কীর্তি।

তৃতীয় বাঁহাতি পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন আনশুল। এর আগে বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-১৯৫৬) এবং রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরাম (১৯৮৫-১৯৮৬)। সবদিক থেকে এই কীর্তি গড়েছেন ৬ষ্ঠ বোলার হিসেবে। এর আগে এই কীর্তি গড়েছেন লেগ স্পিনার সুভাষ গুপ্তে, পেসার দেবাশিষ মোহান্তি এবং ভারতের কিংবদন্তি লেগস্পিনর অনিল কুম্বলে।

এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে মাত্র তিনজন বোলারের। যার মধ্যে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েন ভারতের কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে। তিনি ছাড়াও দুইজন বোলার এই কীর্তি গড়েছেন।

তাঁর হলেন ইংল্যান্ডের লেগস্পিনার জিম লেকার। যিনি ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছিলেন এবং ২০২১ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

আরো পড়ুন : ২০২৬ বিশ্বকাপ খেলতে কত পয়েন্ট প্রয়োজন ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রিফোস্পোটর্স/১৫নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট