আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে। প্রথমবারের মতো ৩২দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্টে। যে কারণে অন্যান্যবারের চেয়ে এবারের আসরটি নিয়ে আলোচনা অনেক বেশি। এবার টুর্নামেন্টের ট্রফিতে নতুনত্ব এনে চমক দেখিয়েছে ফিফা।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছে ফিফা। এবারের ট্রফিতে বিশাল পরিবর্তন এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্লাব বিশ্বকাপের পূর্বের শিরোপাগুলো অনেকটা অন্যান্য সাধারণ শিরোপার আদলেই তৈরি করা হয়েছিল। সেগুলোর মধ্যে তেমন কোনো বিশেষত্ব ছিল না। তবে এবারের শিরোপায় বেশ কিছু বিশেষত্ব রয়েছে।
ক্লাব বিশ্বকাপের নতুন শিরোপাটি পৃথিবীর আকৃতির, যারা চারপাশে বলয় রয়েছে। এই ট্রফিতে ফিফার ২১১টি সহযোগী দেশের নাম খোদাই করা আছে। এছাড়া বিশ্বের ১৩টি ভাষাও রয়েছে এই ট্রফিতে। সবমিলিয়ে ট্রফির ডিজাইনের ক্ষেত্রে আধুনিকতা, নান্দনিকতা এবং বৈশ্বিক ঐক্যকে প্রাধান্য দিয়ে ট্রফিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
» ব্রাজিলিয়ান রেফারির ওপর রাগ ঝাড়লেন মেসি, নেপথ্যে যে কারণ
» আমরা সবসময়ই রেডি থাকি কখন বোর্ড আমাদের ডাকবে : রফিক
পূর্বে ৬ কনফেডারেশনের ৬ চ্যাম্পিয়ন দল এবং স্বাগতিক দলসহ মোট ৭টি দল নিয়ে আয়োজিত হতো ক্লাব বিশ্বকাপ। তবে এবারের আসরে ৭ দলের পরিবর্তে অংশ নেবে ৩২টি দল।
এবারের আসরে স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মেসিদের দলটি। এছাড়া উয়েফা থেকে ১২ দল, কনমেবল থেকে ৬ দল, এএফসি থেকে ৪দল, সিএফ থেকে ৪ দল, কনকাফ থেকে ৪দল, ওএফসি থেকে একটি দল অংশ নেবে।
আগামী বছরের ১৫জুন পর্দা ক্লাব বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের ১২ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর ১৩ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের দলগুলো-
স্বাগতিক
ইন্টার মায়ামি।
উয়েফা থেকে ১২টি দল
রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ইন্টার মিলান, জুভেন্টাস, প্যারিস সেন্ট জার্মেইন,পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, রেড বুল সালসবার্গ।
কনমেবল থেকে ৬টি দল
ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, পালমেইরাস, বোকা জুনিয়র্স
কনকাকাফ থেকে ৪টি দল
লিওন, পাচুকা, মারিও মোন্তোররেই ও সিয়াটল সাউন্ডার্স।
এএফসি থেকে ৪টি দল
আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান হুন্দাই
সিএএফ থেকে ৪টি দল
আল আহলি, উইদাদ এসি, তিউনিস ও মামেলোডি সানডাউনস।
ওএফসি থেকে ১টি দল
অকল্যান্ড সিটি।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/বিটি