Connect with us
ফুটবল

রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে বড় জয় পর্তুগালের

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডকে গোল বানে ভাসিয়ে বড় ব্যবধানে জিতল পর্তুগাল। সেই সঙ্গে একাধিক রেকর্ডও করেছেন আল নাসরের তারকা রোনালদো।

গতকাল (শুক্রবার) রাতের নেশনস লিগে পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোরা।

এক ম্যাচে ছয়টি গোল হলেও মজার বিষয় এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। এ ম্যাচের সব কয়টি গোল হয়েছে দ্বিতীয় হাফে।

৫৯তম মিনিটে রাফায়েল লিয়াও দুর্দান্ত গোলে পোল্যান্ডের জালে বল জড়ালে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ৭২ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

৮০তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ৩-০ তে এগিয়ে যায় পর্তুগাল। এরপর পেদ্রো নেতোর দুর্দান্ত শটে পোল্যান্ডের জালে বল জড়ালে হালি পূর্ণ করে সিআরসেভেনরা।

ভিতিনিয়া বল বাড়ানো বলে বক্সের বলের ভিতরে বল পান আল নাসরের তারকা রোনালদো। বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের বাইসাইকেল শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

এ জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি জয় পাওয়া ফুটবলার বনে গেলেন রোনালদো। ১৩২টি ম্যাচ জিতেছেন এই ফুটবলার। স্পেনের সের্হিও রামোসকে পিছনে ফেলে এ রেকর্ডটির মালিক এখন রোনালদো।

এছাড়াও এ ম্যাচে জোড়া গোলে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ ১৩৫ গোল পূরণ করলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে ৯১০টি গোলের মালিক হলেন তিনি। ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ।

এ জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হল পর্তুগালের।

আরও পড়ুন: বাংলাদেশ-মালদ্বীপ প্রীতি ফুটবল ম্যাচসহ আজকের খেলা (১৬ নভেম্বর ২৪)

ক্রিফোস্পোর্টস/১৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল