Connect with us
ক্রিকেট

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

চলতি মাসের ২২ নভেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন জেসন হোল্ডার। এছাড়া এ সিরিজে থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। আর এ দলে ডাক পেয়েছেন কেভিন সিনক্লেয়ার এবং আলজারি জোসেফ।

ইতোমধ্যেই আসন্ন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশও ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ।

চলতি মাসের ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এরপর সাদা বলের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচে আগামী ৮ ডিসেম্বর সেন্ট কিটসে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে আগামী দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ ম্যাচ যথাক্রমে ১০ এবং ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই ভেন্যুতেই আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত ১৫ সদস্যের দল-

ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

আরও পড়ুনঃ রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে বড় জয় পর্তুগালের

ক্রিফোস্পোর্টস/১৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট