ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে খেলবে বিপিএলের দল রংপুর রাইডার্স। এরই মধ্যে দুদিন আগেই নিজেদের দলীয় অনুশীলন শুরু করেছে ফ্রাঞ্চাইজিটি। এবার আনুষ্ঠানিকভাবে গ্লোবাল সুপার লিগ সামনে রেখে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এই জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং রংপুর রাইডার্সের পরিচালক শানিয়ান তানিম।
অনেকটা গতবারের বিপিএল জার্সির মত করা হয়েছে এবারের জার্সিও। এর আগে নিজেদের প্র্যাকটিসের জন্যেও চমৎকার জার্সি তৈরি করেছিল রংপুর। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের এই বৈশ্বিক টুর্নামেন্ট। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পাচ চ্যাম্পিয়ন ক্লাব খেলবে। ফরচুন বরিশাল না খেলায় এবার সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বাংলাদেশ থেকে রংপুর রাইডার্সের এই প্রতিনিধিত্ব সত্যিই গর্বের বিষয়। তারা স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে। সেখানে ভালো খেললে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা ভালো বার্তা যাবে সকলের কাছে। আর ক্রিকেটারদের সুযোগ থাকবে সেখানে পারফর্ম করে নিজেদের প্রতিষ্ঠিত করার।’
আরও পড়ুন:
» তামিম-আশরাফুলের উপস্থিতিতে বিদায়ী টেস্টে বিশেষ সম্মাননা ইমরুলকে
» ম্যারাডোনার রেকর্ড ভেঙে অবসর প্রসঙ্গে যা বললেন রোনালদো
আসন্ন এই বিদেশী টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে সোহান বলেন, ‘আমরা ন্যাশনাল লিগে খেলছিলাম, পরে গত চারদিন একসাথে দলীয় অনুশীলন করেছি। সেখানে যাওয়ার পরেও হয়তো ২/৩ দিন সময় পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট কিছুটা একইরকম। কোচের সঙ্গে কথা হয়েছে; কেমন প্ল্যান নিয়ে যাব, সেটা হয়তো সবাই অনেকটা আইডিয়া পেয়েছি।’
এদিকে টুর্নামেন্ট উদ্বোধনের পরের দিনই মাঠে নামবে রংপুর রাইডার্স। ২৮ নভেম্বর ভোরে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে খেলবে সোহানের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের মোকাবিলা করবে রংপুর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রভিডেন্স ও গায়ানার ভেন্যুতে।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এফএএস