দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েস। তবে নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে এবার প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিলেন ৩৭ বছর বয়সী এই ওপেনার।
আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামেন ইমরুল। তবে বিদায়ী ম্যাচটা ভালোভাবে রাঙাতে পারেননি তিনি। মাত্র ১৬ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
দুপুরে লাঞ্চ বিরতিতে সম্মাননা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ওপেনার তামিম ইকবাল এবং সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু।
এ সময় ইমরুলের দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তাকে তুলে দেন সতীর্থরা। এরপর দলীয় ফটোসেশন করেন তারা।
গত (বুধবার) এক ভিডিও বার্তায় টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ইমরুল। সেখানে তিনি বলেন,’কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’
২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন ইমরুল। এরপর আর লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। তবে ঘরোয়া লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিয়মিত মুখ ছিলেন বাঁ-হাতি এই ওপেনার।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটে ইমরুল ৩৯টি ম্যাচ খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। তিনটি শতকের পাশাপাশি রয়েছে ৫টি অর্ধশতকও। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ১৩৭টি ম্যাচ খেলে প্রায় ৩৪ গড়ে করেছেন ৭৯৩০ রান। সেই সঙ্গে রয়েছে ২০টি শতক ও ২৭ অর্ধশতক।
আরও পড়ুন: কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ে জেতায় আবারও চারে নেমে গেল ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১৬ নভেম্বর ২৪/এইচআই