চলতি মাসেই বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের দলগুলো নিয়ে শুরু হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে রংপুর রাইডার্স। মূলত গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগ্রহ প্রকাশ না করায় এবং অন্য ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় রংপুর রাইডার্সকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গায়ানাতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে পাঁচটি দল। আজ (শনিবার) গণমাধ্যমকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে পারার উচ্ছ্বাসের কথা জানিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি এই টুর্নামেন্টকে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ হিসেবেও দেখছেন।
এসময় গণমাধ্যমকে নুরুল হাসান সোহান বলেন, ‘আমি মনে করি এমন বড় গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারাটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। এখান থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে। দেশের কোনো ফ্রাঞ্চাইজি দল বাইরে খেলতে যাচ্ছে এটা দেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া।’
এছাড়াও সোহান আরও বলেন, ‘আমাদের শুধু সুযোগ পেলেই হবে না। আমাদেরও কিছু দায়িত্ব আছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভবিষ্যতে এমন আরও বেশি সুযোগ আসবে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।’
এসময় রংপুরের হেডকোচ মিকি আর্থারের সঙ্গে মিলে কেমন পরিকল্পনা সাজিয়েছেন জানতে চাইলে সোহান বলেন, ‘আসলে আমরা গত চারদিন মাত্র একসঙ্গে কাজ করা শুরু করেছি। এর আগে আমি জাতীয় লিগ নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আশা করছি ওখানে গিয়েও ৩-৪ দিন অনুশীলনের সুযোগ পাবো। সব মিলিয়ে আমাদের পরিকল্পনা সাজিয়ে নিতে পারবো। তাছাড়া আমি আমার সবশেষ ওয়ানডে ম্যাচ গায়ানাতেই খেলেছি সুতরাং আমি জানি গায়ানার পিচ কেমন। সাধারণত গায়ানা এবং মিরপুরের পিচ প্রায় একই ধরনের।’
এসময় তিনি আরও বলেন, ‘মিকি আর্থারের সঙ্গে কথা দলের সবারই কথা হয়েছে। তিনি দলের পরিকল্পনা কি, সেখানকার পিচ কেমন হতে পারে, সবকিছু নিয়েই একটা ধারণা দিয়েছে পুরো দলকে। আশা করছি ওখানে গিয়ে অনুশীলনের জন্য যে ৩-৪ দিন সময় পাবো সেটা আমরা যথাযথ কাজে লাগাবো।’
উল্লেখ্য এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এর ফ্রাঞ্চাইজির দলগুলো। যেখানে এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ করবে রংপুর রাইডার্স।
আরো পড়ুন : বাংলাদেশ সফরে আসছে চ্যাম্পিয়ন ট্রফি
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এসআর