ভারতীয় ক্রিকেটে যে প্রতিভা ও যোগ্যতার প্রাধান্য সবার আগে সেটা আবারও প্রমাণিত। সেটার প্রমাণ আবারও মিললো ২০২৫ আইপিএল ঘিরে। মাত্র ১৩ বছর বয়সেই ২০২৫ আইপিএলের মেগা নিলামে নাম উঠলো এক কিশোরের। যা আইপিএল ইতিহাসে প্রথম। এর আগে তাঁর চেয়ে কম বয়সে কেউ কখনও আইপিএল নিলামে জায়গা পায়নি।
গতকাল (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫ আইপিএলের মেগা নিলামে থাকা খেলোয়াড়দের শর্টলিস্ট প্রকাশ করেছে আইপিএল আয়োজক কমিটি। এবারের নিলামের শর্টলিস্টে জায়গা পেয়েছে ৫৭৪ জন ক্রিকেটার। তবে সব ছাপিয়ে নজর কেড়েছেন ১৩ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ৫৭৪ জন খেলোয়াড়ের মধ্যে ৪৯১ নম্বরে তার নাম জায়গা পেয়েছে।
অবিশ্বাস্য হলেও সত্য যে আইপিএল ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিলামের চূড়ান্ত পর্যায়ে নাম তুলেছেন বৈভব। তার চেয়ে কম বয়সে আর কোনো খেলোয়াড় এই কীর্তি গড়তে পারেননি।
শুধু আইপিএল নিলামেই নয় বৈভব দ্যুতি ছড়িয়েছেন বাকি সবখানেই। এত কম বয়সেই ইতোমধ্যে তিনি ভারতের অনুর্ধ্ব-১৯ টেস্ট দলেও খেলেছেন। যেখানে করেছেন অনবদ্য পারফরম্যান্সও। গত মাসে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এতে করে বৈভব যুব পর্যায়ের টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম এবং পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন।
শুধু তাই নয়, মাত্র ১৩ বছর বয়সেই ভারতের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতেও খেলেছেন। বয়স যখন ১২ বছর ২৮৪ দিন তখন প্রথম শ্রেণীর ক্রিকেটে বিহারের হয়ে অভিষেক হয় বৈভবের। তখনই প্রথম আলোচনায় আসেন তিনি।
তাছাড়া বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয় রনধীর ভার্মা অনুর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচ। যেখানে এই বিস্ময় বালক বৈভব তুলে নেন ট্রিপল সেঞ্চুরি।
এবারের আইপিএলের মেগা নিলামে ফ্রাঞ্চাইজিগুলোর চোখ থাকবে এই বিস্ময় বালকের দিকে। দেখা যাক শেষমেষ কোন ফ্রাঞ্চাইজির ভাগ্যে জোটে এই বিস্ময় বালক।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায় যে, মাত্র ৫ বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি হয় এই বিস্ময় বালকের। এরপর থেকেই খেলার প্রতি অদম্য ভালোবাসা থেকে ছোট থেকেই নিজেকে গড়ে তুলেছেন বৈভব। ঘরোয়া ক্রিকেটেও নিজেকে যোগ্য প্রমাণ করেছেন তিনি।
উল্লেখ্য, বিহারের তাজপুরের জলেয় নামক জায়গায় ২০১১ সালের ২৭ মার্চ জন্মগ্রহণ করেন বৈভব। ১৩ বছর বয়সী এই খেলোয়াড় শুধু ব্যাটারই নন, সেই সঙ্গে একজন বাঁহাতি অর্থোডক্স বোলার। ঘরোয়া লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে এবার এসেছেন বিশ্ব মাতাতে।
আরো পড়ুন : আশা জাগিয়ে জয় হাতছাড়া করল পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এসআর