Connect with us
ক্রিকেট

আশা জাগিয়ে জয় হাতছাড়া করল পাকিস্তান

Pakistan lost to Australia
পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল পাকিস্তান। তবে টি-টোয়েন্টি এসেই পাল্টে গেল চিত্র। প্রথম টি-টোয়েন্টিতে বাজে ব্যাটিংয়ের কারণে হারের মুখ দেখেছে তারা। এবার সিরিজ বাঁচানোর ম্যাচে আশা জাগিয়েও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করেছে সফরকারীরা।

আজ (শনিবার) সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে ২-০ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে জশ ইংলিসের দল। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে অজিরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।

এদিন সিডনিতে বেশ দাপট দেখিয়েছে পাকিস্তানের পেসাররা। তবে একাধিক ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে দলটিকে। বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া না হলে অস্ট্রেলিয়াকে আরো আগেই আটকে দিতে পারতো পাকিস্তান।

আরও পড়ুন:

» সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী

» চলছে বাংলাদেশ-মালদ্বীপ প্রীতি ম্যাচ, খেলা দেখুন সরাসরি 

অবশ্য অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনীতে ম্যাথিউ শর্ট ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মিলে ২২ বলে ৫২ রান যোগ করেন। ইনিংসের চতুর্থ ওভারে ম্যাকগার্ক (২০) ও অধিনায়ক জশ ইংলিসকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরা হারিস রউফ।

তার পরের ওভারের আঘাত হানেন আব্বাস আফ্রিদি। বিধ্বংসী খেলতে থাকা আরেক ওপেনার শর্টকে ফেরান তিনি। দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। আগের ম্যাচে ঝোড়ো ব্যাট করা ম্যাক্সওয়েল এদিন মার্কাস স্টয়নিসকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে স্টয়নিসকে (১৪) ফিরিয়ে তাদের ২৯ বলে ৩০ রানের ধীরগতির জুটি ভাঙেন স্পিনার সুফিয়ান মুকিম।

Pakistan Cricket Team

অস্ট্রেলিয়া আজও দাপট দেখিয়েছে পাকিস্তানের পেসাররা। ছবি- সংগৃহীত

এরপর ম্যাক্সওয়েল (২১) ফিরে গেলে টিম ডেভিডের ১৮ ও অ্যারন হার্ডির ২৮ রানে ভর করে ১৪৭ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে হারিস ৪টি, আব্বাস আফ্রিদি ৩টি এবং সুফিয়ান মুকিম ২টি উইকেট শিকার করেছেন।

১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হয়ে ফিরে যান। অধিনায়ক রিজওয়ান ২৬ বলের ১৬ রানের ধীরগতির এক ইনিংস খেলেন। এরপর বাবর আজম ৩ বলে ৩ এবং সাহিবজাদা ফারহান ১০ বলে ৫রান করে ফিরে যান।

টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে আগা সালমানও গোল্ডেন ডাক মারেন। এরপর পঞ্চম উইকেট জুটিতে উসমান খান এবং ইরফান খান নিয়াজি পাকিস্তানকে জয়ের আশা দেখান। তবে ১০২ রানে উসমান ফিরে গেলে আবারও ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৮ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন এই ব্যাটার।

উসমান ফিরে যাওয়ার পর নিয়াজি একাই ম্যাচটি টেনে নিয়ে যান। তবে অপরপ্রান্ত থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় শেষ পর্যন্ত অপরাজিত (৩৭*) থেকেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ ৫ ব্যাটারের মধ্যে তিনজনই ফিরে শূন্য রানে, এবং বাকি দুইজনের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন পেসার স্পেন্সার জনসন। এছাড়া অ্যাডাম জাম্পা ২টি এবং জেভিয়ার ১টি উইকেট পেয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট