Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

Bangladesh in Group D of the Under-19 Women's World Cup
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ছবি- সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। দুই বছর পর ২০২৫ সালের জানুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। এবারের টুর্নামেন্টটির আয়োজক দেশ মালয়েশিয়া।

শনিবার (১৬ নভেম্বর) আসন্ন এই টুর্নামেন্টটির সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১৮ জানুয়ারি টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

গত আসরের মতো এবারের আসরেও মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। যেখানে ৪টি গ্রুপ থাকবে এবং প্রতিটি গ্রুপে ৪টি দল থাকবে। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া।

আরও পড়ুন:

» বাংলাদেশের ফুটবলকে সমর্থন জানাতে গ্যালারিতে তামিম

» ১৩ বছর বয়সেই জায়গা পেল আইপিএলের নিলামে, কে এই বিস্ময় বালক? 

গত আসরের রানার্সআপ ইংল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাকিস্তান। বাকি দুই দল হলো আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে রয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। এই গ্রুপে কিউই মেয়েদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া ও সামোয়া।

সর্বশেষ ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে শক্তিশালী অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা। গত আসরেও গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সে আসরে অজি মেয়েদের হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশের তরুণীরা। এমনকি তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দল হিসেবে সুপার সিক্সে উঠেছিল তারা। তাই এবারের আসরেও চমকে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। এই গ্রুপের বাকি দুই দল হলো স্কটল্যান্ড ও নেপাল।

গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্সে গ্রুপ-এ এবং গ্রুপ-বি থেকে শীর্ষ দুই দল করে মোট চার দল সেমিফাইনালে উঠবে। এরপর ফাইনালের মধ্যে শিরোপা ঘরের তুলবে বিজয়ীরা।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট