চলতি মাসে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ভারত। এই সিরিজের মাধ্যমে নির্ভর করছে রোহিত-কোহলিদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট ঐতিহ্য প্রতীকী বহন করে এই সিরিজটি।
গুরুত্বপূর্ণ এই সিরিজের পূর্বে বড় দুঃসংবাদ ভারত শিবিরে। চোটে পড়েছেন শুভমান গিল এবং লোকেশ রাহুল।
এরমধ্যে গুরুতর চোটে পড়েছেন গিল। আগামী ২২ নভেম্বর পার্থের শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
সিরিজটিকে সামনে রেখে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার সিরিজ সেটি আর হয়নি।
এজন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য নিজেরাই ভাগ হয়ে ম্যাচ খেলছে ভারত। সেখানে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন গিল। স্লিপে ফিল্ডিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান।
পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রে জানা যায়, গিলের বাঁ হাতের আঙুলে চির ধরেছে। দুই সপ্তাহ মত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফলে প্রথম টেস্টে তার খেলা না হওয়ার সম্ভাবনা বেশি।
অন্যদিকে চোটে ভুগছেন রাহুলও। একটি শর্ট বলের আঘাতে কনুইয়ে চোট পেয়েছেন তিনি। পরবর্তীতে আর ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারেননি তিনি। ফলে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে ২২ তারিখে পার্থে পর্দা উঠবে বোর্ডার-গাভাস্কার ট্রফির। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই সিরিজটি।
আরও পড়ুন: নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেসহ আজকের খেলা (১৭ নভেম্বর ২৪)
ক্রিফোস্পোর্টস/১৭ নভেম্বর ২৪/এইচআই