উয়েফা নেশনস লিগে সর্বোচ্চ গোল দেখল ফুটবল বিশ্ব। বসনিয়ার বিপক্ষে এক এক করে ৭ গোল দিয়েছে জার্মানি। ৭-০ গোলের ব্যবধানে জিতেছেন তারা। যা এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানের জয়।
কোয়ার্টার ফাইনাল আগের ম্যাচেই নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে গত রাতে বসনিয়ার মুখোমুখি হয়েছিল ইউলিয়ান নাগলমানের শিষ্যরা।
এই ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস এবং টিম ক্লেইনডিয়েনস্ট। এছাড়া জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে একটি করে গোল করেছেন।
এদিন প্রথম এক মিনিট পেরোতেই এগিয়ে যাই জার্মানি। দুর্দান্তভাবে বসনিয়ার জালে বল জড়ান মুসিয়ালা। ২৩ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্তর্জাতিক ফুটবলে গত মাসে অভিষেক হওয়া টিম ক্লেইনডিয়েনস্ট।
এরপর ৩৭তম মিনিটেফ্লোরিয়ান ওয়ার্টজের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে গোল করেন সানে। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাই জার্মানি।
বিরতির পর ৫০ এবং ৫৮ মিনিটে জোড়া গোল করেন লেভারকুসেনের এই মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। এরপর ৬৬তম মিনিটে হাভার্টজের বাড়ানো বলে দারুণ দুই ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত গোল করেন সানে।
৭তম গোলটি করেন ক্লেনডিন্সট। অ্যান্টোনিও রুডিগারের বাড়ানো থ্রু বল স্লাইড করে দুর্দান্ত সঠিক জালে পাঠান ক্লেনডিন্সট। ফলে ৭-০ গোলের ব্যবধানে বড় জয় পায় জার্মানি।
দুর্দান্ত এই জয়ের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানির কোচ ইউলিয়ান নাগলমানে বলেন, ‘ আমাদের ছেলেরা কেউ চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও অসাধারণ মানের ছিল। রক্ষণভাগকে গুরুত্ব দেওয়া এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন।’
এই ম্যাচ জয়ের সুবাদে উয়েফা নেশনস লিগে গ্রুপ ‘এ’-৩ এ শীর্ষস্থানে উঠে এলো জার্মানি। তাদের পয়েন্ট ১৩। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে বড় দুঃসংবাদ ভারত শিবিরে
ক্রিফোস্পোর্টস/১৭ নভেম্বর ২৪/এইচআই