বিশ্বকাপ বাছাই পর্বের চলতি বছরের সবশেষ ফিফা উন্ডোতে প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। তবে এই ম্যাচের পূর্বে জোড়া দুঃসংবাদ পেল আলবিসেলেস্তেরা।
বছরের সর্বশেষ ম্যাচে মাঠে নামার পূর্বে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। তাদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
প্যারাগুয়ের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছেন রোমেরো। তিনি জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
অন্যদিকে, ডান ঊরুর মাংসপেশিতে টান লেগে পেরুর বিপক্ষে ছিটকে গেছেন মোলিনা। ইতিমধ্যেই তার বদলি হিসেবে জিউলিয়ানো সিমিওনেকে দলে ডেকেছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
আগামী (বুধবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ডিফেন্ডারের অনুপস্থিতি আর্জেন্টিনাকে কতটা ভোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, আগামী ম্যাচে একাদশের বড় পরিবর্তন হতে যাচ্ছে আর্জেন্টিনার। মোলিনা পরিবর্তে মাঠে নামতে পারেন গঞ্জালো মন্টিয়েল। গত ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ডিফেন্ডার। এছাড়া রোমেরোর জায়গায় দেখা যেতে পারে লিওনার্দো বালের্দিকে।
এর আগে আর্জেন্টাইন শিবির থেকে চোটের কারণে ছিটকে গেছেন নিকো গঞ্জালেস, লিসান্দ্রো মার্টিনেজ এবং জার্মান পেজেয়া।
উল্লেখ্য,দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট মেসিদের। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে । একই ম্যাচে সমান ১৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কলম্বিয়া। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল। এই তালিকার শীর্ষে থাকা ৬ দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।
আরও পড়ুন: প্রতিপক্ষকে ৭ গোলের ব্যবধানে হারের তিক্ত স্বাদ দিলো জার্মানি
ক্রিফোস্পোর্টস/১৭ নভেম্বর ২৪/এইচআই