আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হারলেও দ্বিতীয়টিতে দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। এই ম্যাচে সফরকারীদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন মালদ্বীপের কোচ আলী সুজেইন। বাংলাদেশ ফুটবল দলকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ধন্যবাদ জানিয়েছেন এই কোচ।
সংবাদ সম্মেলনে সুজেইন বলেন , দারুণ একটা একটা ম্যাচ ছিল এটি। আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। তারা বিরতির পর ভালো খেলেছে। ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে অভিনন্দন। আর আমাদেরকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাফুফেকে ধন্যবাদ জানায়।’
এছাড়া সুজেইন বলেন ‘আপনারা জানেন, দীর্ঘ এক বছরের বেশি ফুটবলের বাইরে থাকার পর তারা (বাংলাদেশ) আমাদের প্রাণ ফিরে পাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি মনে করি এবং (মালদ্বীপের) অনেকেই মনে করে, আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের আরও উন্নতি করার সুযোগ রয়েছে। উন্নতি করার স্বপ্ন দেখাচ্ছে এই সফর।’
বাংলাদেশ ফুটবল দলকে প্রশংসা করে মালদ্বীপ কোচ সুজেইন বলেন, ‘ এটি বাংলাদেশের জন্যই দুর্দান্ত জয়। আমি আশা করি, গণমাধ্যমও তাদের এই জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করবে। তারা অনেক ভালো করেছে এবং ভালো খেলেছে। আমরাও দুই ম্যাচ জেতার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তবে আমাকে বাংলাদেশের খেলার ধরনের প্রশংসা করতেই হচ্ছে।’
উল্লেখ্য, চলতি বছর এটিই ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। এ বছর মোট আটটি ম্যাচ খেলেছে মোরসালিনরা। যার মধ্যে দু’টি জয় এবং ছয়টি ম্যাচে হেরেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
আরও পড়ুনঃ পেরুর বিপক্ষে মাঠে নামার আগে জোড়া দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৭ নভেম্বর ২৪/এইচআই