কিছুদিন আগেই নিজেদের টানা দ্বিতীয় সাফ শিরোপা জিতে দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। তারপর নানা সময় বিভিন্নভাবে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে আসছিলেন সাফজয়ী দলের সদস্যরা। এবার বাংলাদেশ নারী দলের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে ফ্রিজ উপহার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের সঙ্গে যুক্ত ৩২ সদস্য।
এর আগেও বিভিন্ন সময় নারী ফুটবল দলের অর্জনে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেছিল প্রতিষ্ঠানটি। তবে এবার যেন ফ্রিজ উপহার পেয়ে কিছুটা বিপাকে পড়েছে সাফ জয়ী ফুটবলার মনিকা চাকমা। ফ্রিজ উপহার পেলেও তার বাড়িতে নেই বিদ্যুৎ। আর তাই আপাতত এমন কোন উপহার কাজে আসবে না এই ফুটবলারের।
এর আগে সাফ জয় করে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে অনেক নারী ফুটবলার নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। যদিও এত দ্রুত মনিকার এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছিলেন, এখনো বিদ্যুৎ নেই মনিকাদের বাড়িতে। তার বাসায় যেতে দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।
অবশ্য এই সমস্যার আপাতত সমাধান দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। যে সকল ফুটবলার সরাসরি ফ্রিজ নিতে আগ্রহী নন তারা নগদ অর্থ গ্রহণ করতে পারবেন। এদিকে এবারের উপহার দেয়ার পদ্ধতিটাও ব্যতিক্রম রেখেছে ওয়ালটন। সরাসরি বাফুফের কাছে উপহার হস্তান্তর করেনি তারা। ফুটবলাররা নিজেদের পার্শ্ববর্তী ওয়ালটনের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন নিজেদের পুরস্কার।
আরও পড়ুন:
» বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ, একনজরে সময়সূচি
» ‘আনফিট’ নেইমারকে যে কারণে দলে চায় না ব্রাজিলের ক্লাব
নগদ অর্থ গ্রহণের সুবিধা থাকায় অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। কেননা একটা ফ্রিজ নিজের দেশে বয়ে নিয়ে যাওয়া মোটেও সহজ হবে না তার জন্য। সাংবাদিকদের সামনে তাই অনেকটা মজা করে তিনি বলেছেন, ‘সৌদি এয়ারলাইন্সে আমার লাগেজের ওজন মাত্র ৩০ কেজি।’
সাফ জিতে দেশে ফেরার পর ছাদ খোলা বাসে তাদের গণসংবর্ধনা দেয়া হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকেও এক কোটি টাকার অর্থ পুরস্কার পেয়েছিল সাফজয়ী দল। এরপর বিসিবি থেকে ২০ লাখ ও বাফুফে কর্তৃক আরো দেড় কোটি টাকার বোনাস পেয়েছিল তারা। সম্প্রতি আরও এক কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৪/এফএএস