বিশ্বের অন্যতম শীর্ষ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মনে করা হয় ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলকে। অর্থের ঝনঝনানিতে নিতে সর্বদাই সয়লাব থাকে এই টুর্নামেন্ট। যেখানে একবার খেলতে পারা অনেক ক্রিকেটারের স্বপ্ন হয়ে থাকে। এবার বাংলাদেশ থেকে ১২ ক্রিকেটারের নাম এসেছে আসন্ন আইপিএল নিলামের শর্ট লিস্ট।
যেখানে আছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা নিলাম। যেখানে এই টাইগার স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লক্ষ রুপী।
বর্তমানে রংপুর রাইডার্সের ডেরায় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন রিশাদ। আগামী ২৭ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে খেলবে বিপিএলের এই দল। রংপুরের ডেরা অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রিশাদ হোসেন। জানিয়েছেন আইপিএলে খেলা নিয়ে নিজের ভাবনার কথা।
আইপিএলে খেলার প্রশ্নে এই লেগস্পিনার বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তবে আমি বেশি আশা করি না। বেশি আশা করলে পরে কষ্ট পেতে হয়। বিপিএলেও প্রথমে দল পাইনি, পরে পেয়েছি। তাই সবকিছু আল্লাহর হাতে। ভাগ্যে থাকলে পাবোই।’
আরও পড়ুন:
» কঠিন সময়ে সতীর্থ কোনাতে’কে পাশে পেলেন কিলিয়ান এমবাপ্পে
» বিদ্যুতের অভাবে উপহারের ফ্রিজ নিতে পারছেন না সাফজয়ী ফুটবলার
এদিকে গত মাসে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ খরচে ছিলেন এই বোলার। পেয়েছিলেন মাত্র ৩ উইকেট। সেই সিরিজের পারফরম্যান্স নিয়ে রিশাদ বলেন, ‘ক্রিকেটে খারাপ সময় আসবেই। এটা কারও নিয়ন্ত্রণে নেই। আমি নিজের স্কিল নিয়ে কাজ করছি, চেষ্টা করছি আবার নিজের সেরা ছন্দে ফেরার।’
এর আগে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের লাইমলাইটে এসেছিলেন রিশাদ। নিজের লেগ স্পিন ঘূর্ণিতে ৭ ম্যাচে নিয়েছেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৪ উইকেট। এরপর জিম আফ্রো টি-টেন, বিগ ব্যাশ লিগেও দল পেয়েছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৪/এফএএস