ইমরুল কায়েস আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন মিরপুরে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। একই সাথে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলেছেন এই টাইগার ক্রিকেটার। প্রথম শ্রেণীর শেষ ম্যাচ খেলে বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সাকিবকে এখন পর্যন্ত সেরা ক্রিকেটার বলেছেন ইমরুল।
এর আগে প্রায় দীর্ঘ পাঁচ বছর যাবত জাতীয় দলের বাইরে ছিলেন এই টাইগার ক্রিকেটার। ২০১৯ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলেছিলেন ইমরুল। এরপর বিভিন্ন সময় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও আর জাতীয় দলে ফিরতে পারেননি তিনি।
শেষ ম্যাচে মাঠে নামার আগে ইমরুলকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছিল। এবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইমরুল। যেখানে তিনি নিজেকে গর্বিত মনে করার কথা বলেছেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারার কারণে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন তার দেখা দেশের সেরা অধিনায়ক এবং কোচের নাম।
ইমরুল কায়েস বলেন, ‘ওভারঅল আপনি যদি বলেন বাংলাদেশের সেরা অধিনায়ক কে আমি বলব সাকিব আল হাসান। কারণ ওর সাথে খেলে আমি বুঝতে পেরেছিলাম আমার রোলটা কী। আমার সাথে সবকিছু নিয়ে খোলাখুলি ডিসকাশন হতো, যে কী আমার রোল এবং কীভাবে খেলতে হবে।’
আরও পড়ুন:
» চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ : আর্থিক লোভ দেখিয়ে বোর্ডগুলোকে ভারতের প্রস্তাব
» রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি মেসি, নেপথ্যে যে রহস্য!
সেরা কোচের প্রশ্নে তিনি বলেন, ‘চান্ডিকা হাথুরুসিংহে। আমি আবারও বলছি, ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ। তবে একজন টেকনিক্যাল কোচ হিসেবে ও বেশ ভালো ছিলেন। আমি আবারও বলছি, হয়তো বা ওর এটিটিউটে প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, তবে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি।’
জাতীয় দলের হয়ে খেলতে পারাকে প্রাপ্তি বলে উল্লেখ করেছেন, ‘২০০৬ সালে যখন আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়, আমি চিন্তা করিনি যে বাংলাদেশ দলের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারব। আর সব শেষে এখন যেভাবে বিদায় নিলাম, আমি খুব খুশি যে বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন ইমরুল। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪ ফিফটি। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ১৩৭ ম্যাচে ৩৪.১৮ গড়ে ৭৯৩০ রান। ২০ সেঞ্চুরির পাশাপাশি যেখানে তার নামের পাশে আছে ২৭ ফিফটি।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস