Connect with us
ফুটবল

না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

crifo Pintu
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

দুনিয়ার মায়া কাটিয়ে পরপারে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ৮১ বছর বয়সে এসে মৃত্যুবরণ করলেন তিনি (ইন্নালিল্লাহি…)। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিন্টু।

স্বাধীন বাংলা দলে খেলা তারই সতীর্থ প্রতাপ শঙ্কর হাজরা বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু ভাই বেশ কিছু দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তিও ছিলেন। তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছিল।

তিনি আরও জানান, গতকাল অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় সিসিইউতে। আজ বেলা ১২টার কিছুক্ষণ পর মারা গেছেন তিনি।

আরও পড়ুন:

» উয়েফা নেশনস লিগ : আয়ারল্যান্ডের জালে ইংল্যান্ডের গোল উৎসব

» শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড : ১২ বছরের অপেক্ষার অবসান!

৮০ পেরোনো পিন্টু ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেন। কিংবদন্তি এই ফুটবলার পঞ্চাশের দশকের শেষ দিকে ফুটবল খেলা শুরু করেছিলেন। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। এই ক্লাবের কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সময় তার অধীনেই ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ম্যাচ খেলেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেখান থেকে প্রাপ্ত অর্থ মুক্তিযুদ্ধ তহবিলে প্রদান করা হয়েছিল। জাতীয় দলের কোচও হয়েছিলেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল