এই কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তান। তবে সেই জয়ের আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজে খুব একটা কাজে লাগাতে পারলো না সফরকারীরা। সংক্ষিপ্ত ফরমেটের খেলায় প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুয়িয়ে ছিল তারা। এবার শেষ ম্যাচেও পরাজিত হয়ে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেল পাকিস্তান।
আজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ওভালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এদিন অজি বোলারদের তোপের মুখে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় বাবর-উসমান খানদের ইনিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। অবশ্য এরপরে হাসিবুল্লাহকে সঙ্গে নিয়ে ভালো জুটি করেন বাবর আজম। তাদের মধ্যকার ৪৪ রানের জুটি ভাঙ্গে হাসিবুল্লাহ আউট হলে। তবে এরপর বেশিক্ষণ টিকেননি বাবর আজমও। এই দুই ব্যাটারের ব্যাট থেকে কেবল এসেছে বলার মতো রান।
বাবর আজম খেলেছেন ২৮ বলে ৪১ রানের ইনিংস। অপরদিকে হাসিবুল্লাহর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। তারপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অ্যারন হার্ডি। ২টি করে উইকেট তুলেছেন অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন। ১টা করে পেয়েছেন নাথান এলিস ও জাবিয়ের বার্টলেট।
আরও পড়ুন:
» বছরের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা দলে হাফ ডজন ইনজুরি
» একমাসের জন্য বড় দুঃসংবাদ পেলেন কিউই পেসার, কেন?
তুলনামূলক সহজ লক্ষ্য তারা করতে নেমে প্রথমেই দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও জ্যাক ফ্রেশারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর মার্কাস স্টোনিসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক যশ ইংলিশ। যশ ইংলিশের বিদায়ে ৫৫ রানের জুটি ভাঙলেও ম্যাচের বাকি পথ টিম ডেভিডকে সঙ্গে নিয়ে পাড়ি দেন স্টোনিস।
স্টোনিসের ব্যাট থেকে আসে ঝড়ো অপরাজিত ২৭ বলে ৬১ রান। যেখানে পাঁচটি করে ছক্কা ও চারের মার হাকান এই মারকুটে ব্যাটার। এতে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পরাজয়ের প্রতিশোধ নিলো অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এফএএস