বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুদিন আগেই প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষের মাঠে বেশ চাপে থাকতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের তা ছিল অনেকটাই অনুমেয়। ঘরের মাঠে প্যারাগুয়ের কোন স্থানীয় দর্শক মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পরে মাঠে প্রবেশ করতে পারবেন না, সেই নির্দেশনা বাড়িয়েছিল আরও উত্তেজনা।
এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলেও গেল কিছু ম্যাচে কাঙ্খিত ফলাফল পায়নি মেসির দল। তাই প্রতিপক্ষের মাঠে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য। তবে সেই ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পরাজিত হয় আলবিসিলেস্তেরা। ম্যাচ শেষে মাঠ ছাড়তে গেলে গ্যালারি থেকে মেসিকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনা ঘটে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেসিকে নিরাপদ রাখতে তাকে ঘিরে ধরেন নিরাপত্তারক্ষীরা। শেষ পর্যন্ত সেই বেষ্টনিতে থেকেই মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন তারকাকে। তবে দর্শকদের ছোড়া এই বোতলের ঘটনা ভালোভাবে নেন নিয়ে প্যারাগুয়ে ফুটবলার ওমার আলদেরেত। আর তাই ম্যাচ শেষে মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
আরও পড়ুন:
» সাকিব-রাজাদের বিরল রেকর্ডে ভাগ বসালেন স্টয়নিস
» রোনালদোর ১ হাজার গোল করা নিয়ে যা বললেন জন টেরি
সামাজিক মাধ্যমে এক পোস্ট করে ওমার লিখেন, ‘প্রিয় মেসি, দেশের সকলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার দিকে বোতল ছোড়ার ঘটনা একদমই ঠিক হয়নি। তুমি বিশ্বের কোটি কোটি মানুষের আদর্শ। এমন ঘটনার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। মনে রেখো আমাদের দেশেও তোমার ভক্ত সমর্থকদের সংখ্যা নেহাত কম নয়।’
প্যারাগুয়ে বিপক্ষে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। যদিও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। অপরদিকে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্যারাগুয়ে।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এফএএস