Connect with us
ক্রিকেট

আইপিএল মেগা নিলাম : চেন্নাইয়ের রাডারে আছেন যারা

Chennai Super kings
বড় পরিকল্পনা হাতে নিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। ছবি- সংগৃহীত

দুয়াড়ে কড়া নাড়ছে আইপিএল-২০২৫। এবারের আসরটি সামনে রেখে টিম গুছানোর কাজ সেরে নিচ্ছে দলগুলো। মেগা নিলাম নিয়েও পরিকল্পনা এটেছে ফ্রাঞ্চাইজিগুলো। দলের শক্তি বাড়াতে নিলাম থেকে বাঘা বাঘা প্লেয়ারদের দলে ভেড়াবে দলগুলো। আইপিএলের মেগা নিলাম সামনে রেখে ইতোমধ্যে বড় পরিকল্পনা হাতে নিয়ে রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা এবার কেমন দল গড়বে— এ নিয়ে সমর্থকদের জানার আগ্রহ তুঙ্গে। তবে নিলামের আগে পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন, ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি।

এদিকে বাকি দল গড়তে নিলাম থেকে ক্রিকেটার দলে ভেড়াবে চেন্নাই। তবে সিএসকে চাইলে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আরও একজনকে দলে রেখে দিতে পারবে। তবে সবকিছুই নির্ভর করছে দলটির হাতে এবারের আসরের জন্য কত অর্থ বরাদ্দ রয়েছে।


আরও পড়ুন :

» অনুশীলনের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় কোচ

» মেসির কাছে যে কারণে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার

» দলের দুঃসময়ে সমর্থকদের পাশে চাইলেন মার্কিনিয়োস


জানা গেছে- চেন্নাইয়ের হাতে রয়েছে আরও ৫৫ কোটি টাকা। এই অর্থ দিয়েই বাকি দল গুছানো সম্পন্ন করতে হবে।

নিলামে চেন্নাইয়ের রাডারে থাকতে পারেন যারা

উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত নিতে চাইতে পারে চেন্নাই। মিডল ওভারে রানের খরা কাটানো উইকেট কিপিংয়ে ভরসার জায়গা খুঁজতে চেন্নাইয়ের রাডারে থাকতে পারেন পান্ত। তবে এই ক্রিকেটারকেকে দলে নিতে অনেক দলই চেষ্টা করবে। তবে শেষ পর্যন্ত পান্তকে না পেলে কে এল রাহুলকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে ধোনিরা। এছাড়া কিউই ব্যাটার ডেভন কনওয়ের দিকেও নজর রাখবেন টিম ম্যানেজমেন্ট। তিনি দলটির হয়ে দীর্ঘ দিন খেলেছেন।

এছাড়া চেন্নাইয়ের রাডারে আছেন- স্বদেশী সরফরাজ খান, মণীশ পাণ্ডে।

চেন্নাইয়ের বোলিং ইউনিট শক্তিশালী করতে মাথিশা পাথিরানাদের সতীর্থ হতে পারেন- দীপক চাহার, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী ও ভুবনেশ্বর কুমার। এছাড়া জাদেজার সঙ্গী হতে পারেন স্পিনার মিচেল স্যান্টনার কিংবা মহেশ থিকশানা।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২০২৪/এসএ 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট