Connect with us
ক্রিকেট

এক বছরে ৫ বদল, আবারও নতুন কোচ পেলেন রিজওয়ানরা

Pakistan Cricket Team
সাদা বলের ক্রিকেটে নতুন কোচ পেয়েছেন বাবর-রিজওয়ানরা। ছবি- পিসিবি

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বেশ হতাশাজনক পারফরম্যান্স করেছিল পাকিস্তান। এরপর থেকেই পাকিস্তানের কোচিং প্যানেলে আসছে একের পর এক পরিবর্তন। শেষ এক বছরে সাদা বলের ক্রিকেটে পাঁচবার কোচ বদল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই কোচ পরিবর্তনের পালায় এবার পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। যিনি বর্তমানে পিসিবির নির্বাচক কমিটিতেও আছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত বাবর-রিজওয়ানদের দায়িত্বে থাকবেন এই সাবেক পেসার।

Akib Javed

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ। ছবি- পিসিবি 

গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর পদত্যাগ করেন কিউই কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন। এরপর বাবরদের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজের হাতে। তবে তার অধীনেও ব্যর্থ হয় পাকিস্তান। যার কারণে বেশিদিন স্থায়ী হতে পারেননি এই সাবেক পাক অলরাউন্ডার।

আরও পড়ুন:

» আইপিএল মেগা নিলাম : চেন্নাইয়ের রাডারে আছেন যারা

» গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন সাকিব

হাফিজের পর অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় আজহার মাহমুদকে। পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। তবে গত অক্টোবরে নিজ থেকেই পদত্যাগ করেন এই প্রোটিয়া কোচ।

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের আগে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিকে সাদা বলের কোচ করে পিসিবি। তার অধীনে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। যদিও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রিজওয়ানরা। তবে হোয়াইটওয়াশের দিনেই নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচ পেয়েছে ম্যান ইন গ্রিনরা।

খেলোয়াড়ি জীবনের সমাপ্তির পর কোচিংয়ে পেশায় যুক্ত হন আকিব। তার অধীনে ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। পাকিস্তান জাতীয় দলের হয়েও বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি। ২০২২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ ছিলেন আকিব। এছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়েও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫২ বছর বয়সী আকিব জাভেদের।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট