Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

Bangladesh team announced for Ireland series
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রথমেই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

আজ সোমবার (১৮ নভেম্বর) আসন্ন এই সিরিজের তিন ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরও পাঁচ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টোয়েন্টি বিশ্বকাপ শেষে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে দীর্ঘ ৮ মাস পর মাঠে নামতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ঘরের মাঠে গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল টাইগ্রেসরা।

আরও পড়ুন:

» তামিম ইকবাল যেভাবে ফিরে আসলেন মেলবোর্নে

» এক বছরে ৫ বদল, আবারও নতুন কোচ পেলেন রিজওয়ানরা

আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই মাঠে ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই সকাল ১০টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দশ দলের মধে নয়ে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে কেবল ৬টি দল সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। তাই বাছাইপর্ব এড়াতে এই সিরিজে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের।

বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, শারমিন সুলতানা, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট