আগামীকাল চলতি বছরের ফিফা উইন্ডোতে শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসলেন আবনার ভিনিসিয়াস। গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে অভিষেক হয়েছিল এই লেফট ব্যাক ফুটবলারের। এবার ব্রাজিলের হয়ে খেলতে পারায় নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান তিনি।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের অবস্থান ধরে রাখতে এই ম্যাচ সেলেসাওদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলকে বিশ্বসেরা দল হিসেবে উল্লেখ করলেন আবনার ভিনেসিয়াস।
আবনার বলেন বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, ‘আমি খুবই বিশেষ একটি মুহূর্তের মধ্যে আছি, যার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের সেরা দলের প্রতিনিধিত্ব করা আসলেই গর্বের। প্রতিদিনের পরিশ্রমের ফলে আমি এখানে এসেছি। দলের সঙ্গে আমিও এগিয়ে চলেছি, খেলার কৌশল বুঝছি, আর প্রতি ম্যাচে নিজের আরও উন্নতি করছি।’
বিশ্বকাপ বাছাই পর্বে গেল কিছু ম্যাচে জয় তুলে নিয়ে অনেকটা স্বস্তিতে ফিরেছে ব্রাজিল। তবে শুরুর দিকে বাজে পারফরমেন্সে এখনো নিজেদের অবস্থান পুরোপুরি শক্ত করতে পারেনি তারা। তিনি বলেন, ‘যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তবুও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।’
আরও পড়ুন:
» শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (১৯ নভেম্বর ২৪)
» ‘মেসির সমপর্যায়ে নেইমার, কিন্তু রোনালদোর থেকে ভালো’
জাতীয় দলে একাধিক পরিবর্তনের কারণে ফুটবলাররা এখনো নিজেদের মধ্যে শতভাগ মানিয়ে নিতে পারেনি। তাই ছোটখাটো কিছু ভুল চোখে পড়তে পারে, যা কমিয়ে আনতে চান আবনার, ‘আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও নতুন। তবে ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে’
বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে সেলেসাওরা। অপরদিকে ১৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে এই তালিকার দ্বিতীয় অবস্থানে। আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এফএএস