২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের এক দিনের সিরিজ শেষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও মুখোমুখি হবে দুদল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ডিসেম্বরের শুরুতে।
এদিকে দ্বিপাক্ষিক এই সিরিজ দুটিতে আইরিশ মেয়েদের আতিথ্য দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ দুটি সামনে রেখে চলতি মাসের ২২ তারিখ বাংলাদেশে পা দেবে আয়ারল্যান্ড নারী দল।
প্রথমে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সিরিজটি সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৮ নভেম্বর) বিসিবির ঘোষণা করা দীর্ঘ স্কোয়াডে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে রাখা হয়েছে ১৫ জনকে। এছাড়া আরও পাঁচ ক্রিকেটার রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে।
আরও পড়ুন :
» ব্রাজিলকে বিশ্বসেরা দল উল্লেখ করে যা বললেন আবনার
» রাহুলকে কেন আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ গাঙ্গুলী?
» আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বাংলাদেশ-আয়ারল্যান্ড : এক নজরে ওয়ানডে সিরিজের সময়সূচি
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম ওয়ানডে | ২৭ নভেম্বর | সকাল ১০টা | মিরপুর |
দ্বিতীয় ওয়ানডে | ৩০ নভেম্বর | সকাল ১০টা | মিরপুর |
তৃতীয় ওয়ানডে | ২ ডিসেম্বর | সকাল ১০টা | মিরপুর |
বাংলাদেশ-আয়ারল্যান্ড : এক নজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম টি-টোয়েন্টি | ৫ ডিসেম্বর | দুপুর ২টা | সিলেট |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ৭ ডিসেম্বর | দুপুর ২টা | সিলেট |
তৃতীয় টি-টোয়েন্টি | ৯ ডিসেম্বর | সকাল ১০টা | সিলেট |
বাংলাদেশ নারী দলের ওয়ানডে স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই
দিলারা আক্তার, শারমিন সুলতানা, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২০২৪/এসএ