আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অ্যান্টিগায় একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। যদিও সেই ম্যাচ শেষ পর্যন্ত নেমে এসেছে দুই দিনে। আর স্বল্প সময়ের এই প্রস্তুতি ম্যাচে দারুন পারফর্ম করেছেন টাইগার ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ মুহূর্তে এসে হ্যাটট্রিক তুলে নিয়েছেন অনভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং করে ভালো প্রস্তুতি গ্রহণ করেছেন টাইগার ব্যাটাররা। যেখানে বাংলাদেশের ২৫৩ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ একাদশ ৯ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৮৭ রান।
দ্বিতীয় দিনে এসে মাত্র ১০ বল করার সুযোগ পান হাসান মুরাদ। আর এতেই মাত্র ১ রান খরচায় নিজের হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই স্পিনার। ম্যাচের ২৮তম ওভারে ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। আর এরপরই ম্যাচ শেষ করার ঘোষণা আসে।
আরও পড়ুন:
» পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া
» বাংলাদেশ-আয়ারল্যান্ড : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
এর আগে প্রথম দিনের খেলায় ২৫৩ রান করেছিল বাংলাদেশ। যার মধ্যে সর্বোচ্চ ৪৮ রান আসে জাকের আলীর ব্যাট থেকে। মাহিদুল হাসান অঙ্কন খেলেন ৪১ রানের ইনিংস। লিটন দাস এবং মমিনুল হক করেছেন সমান ৩১ রান। আর শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ২৫ রান।
দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেয়ার দারুন সুযোগ পায় টাইগার ক্রিকেটাররা। আর দুই দিন বাদেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ক্যারিবিয়ানের এই পূর্ণাঙ্গ সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এফএএস