অন্যান্য খেলাধুলার তুলনায় বাংলাদেশের ক্রিকেট এগিয়ে আছে বেশ অনেকটাই। অবশ্য জনপ্রিয়তার দিক থেকে একদমই পিছিয়ে নেই দেশের ফুটবল। তবে পুরুষ ফুটবলের চেয়ে অনেকাংশেই এগিয়ে আছে বাংলাদেশ নারী ফুটবল। যার উৎকৃষ্ট উদাহরণ সম্প্রতি টানা দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছে সাবিনা খাতুনরা।
তবে বিশ্ব ফুটবলে বাংলাদেশের এই নারী ফুটবলের অবস্থান কোথায় সেটা জানা নেই অনেকেরই। যদিও পুরুষদের বিশ্ব ফিফা র্যাংকিং সম্পর্কে মোটামুটি ধারণা সবারই রয়েছে। দীর্ঘদিন যাবত ১৮০ এর আশেপাশে অবস্থান করছে জামাল-তপুদের দল। সেই হিসেবে বেশ অনেকটাই ভালো অবস্থানে রয়েছে নারী ফুটবলাররা।
সর্বশেষ ১৬ আগস্টের হালনাগাদকৃত নারী ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৯ তম অবস্থানে। ২০২১ সালের পর নিজেদের সেরা অবস্থানে রয়েছে নারী ফুটবল। অবশ্য আগস্টে প্রকাশিত এই র্যাংকিংয়ের পর অপরাজিত থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে বাংলার মেয়েরা। এতে আসন্ন ডিসেম্বরের হালনাগাদে আরো উন্নতি ঘটতে পারে নারী ফুটবলের র্যাংকিংয়ে।
অবশ্য এটাই বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা অবস্থান নয়। এর আগে ২০১৩ এবং ২০১৭ সালে দুই দফায় নিজেদের শীর্ষ ১০০তম অবস্থানে উঠেছিল বাংলাদেশ। এখানে বলে রাখা ভালো নারী ফুটবলে দেশের সংখ্যা খুব কম তেমনটা নয়। পুরুষ ফুটবলের মতই দুই শতাধিক দেশ খেলে থাকে নারী ফুটবল।
এদিকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দলের জন্য। সম্প্রতি হাভিয়ের কাবরেরার অধীনে ভালো ফুটবল উপহার দিলেও ফলাফল নিজেদের অনুকূলে আনতে পারছে না তারা। বিগত বেশ কিছু ম্যাচে দারুন ফুটবল খেলেও ম্যাচ হারার বা ড্র করার নজির রয়েছে জামাল ভুঁইয়াদের। বর্তমানে ফিফা র্যাংকিংয়ের ১৮৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাই পর্বে আশা দেখিয়েও ব্যর্থ হয়েছে ব্যর্থতার সমুদ্রে ডুবেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। যেখানে নিজেদের খেলা ৬ ম্যাচে ১ ড্রয়ের বিপরীতে ৫ পরাজয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। সাফল্যের বিচারে নারী ফুটবলের ধারে কাছেও নেই পুরুষ ফুটবল দল।
আরও পড়ুন:
» অ্যান্টিগায় হাসান মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশের ভালো প্রস্তুতি
» বাংলাদেশ-আয়ারল্যান্ড : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
এবার গুঞ্জন শোনা যাচ্ছে, নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারকে পুরুষ দলের কোচ করা হতে পারে। কেননা এরই মধ্যে দলের বর্তমান কোচ হাভিয়ের কাবরেরা নিজের চুক্তিতে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ দেখে ফেলেছেন। যেখানে অবশ্য মালদ্বীপের বিপক্ষে কাবরেরার বিদায় রাঙাতে পেরেছেন তপু-মোরসালিনরা।
তবে আশার বিষয় গেল কয়েক বছরের তুলনায় বর্তমানে মাঠের খেলায় বেশ গোছানো অবস্থায় রয়েছে বাংলাদেশ দল। মালদ্বীপের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচেই গতিময়, গোছানো, সুন্দর ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। তাই এখন কেবল ফলাফলের দিকে নজর দিলে খুব শীঘ্রই বাংলাদেশ পুরুষ দলের অবস্থানের উন্নতি ঘটবে বলে আশা করা যায়।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এফএএস