২০২৬ বিশ্বকাপ সামনে রেখে লাতিন অঞ্চলের চলমান বাছাইপর্বের এই বছরের শেষ ম্যাচ খেলতে আগামীকাল (২০ নভেম্বর) ভোরে মাঠে নামবে দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামীকাল (বুধবার) ভোর ৬ টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে একই দিনে সকাল ৬ টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুরু থেকে ছন্দে থাকলে সম্প্রতি কেমন যেন ছন্দপতন হয়েছে আলবিসেলেস্তেদের। বাছাইপর্বের সর্বশেষ ৫ ম্যাচের ২ টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। বাকি ৩ ম্যাচের ১ টিতে ড্র এবং বাকি ২ ম্যাচে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। যদিও এখনও লাতিন আমেরিকার বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও অ্যাওয়ে ম্যাচগুলোতে আর্জেন্টিনার এমন ছন্নছাড়া পারফরম্যান্স অস্বস্তি দিচ্ছে সবাইকে। যার প্রমাণ সর্বশেষ তিন অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই জয়বঞ্চিত থাকা।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট
» বাংলাদেশ নারী ফুটবলের অবস্থান কোথায়, কতটা পিছিয়ে পুরুষরা?
প্যারাগুয়ের মাঠে তাঁদের বিপক্ষেই সবশেষে ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছে মেসিরা। ফলে এবার নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চাই আর্জেন্টিনা। বুয়েন্স আইরেস লা বোম্বানেরো স্টেডিয়ামে আগামীকাল (বুধবার) ভোর ৬ টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
অন্যদিকে এবারের বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকছে লাতিন আমেরিকার আরেক ফুটবল জায়ান্ট ব্রাজিল। আর্জেন্টিনার মতো ব্রাজিলও নিজেদের সর্বশেষ ম্যাচে ছিল জয়বঞ্চিত। ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের কারণে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
২০২৪ সালের নিজেদের শেষ ম্যাচে অন্যতম পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের শিষ্যরা। সালভাদরের নিকটস্থ নোভা অ্যারেনা স্টেডিয়ামে আগামীকাল (বুধবার) সকাল ৬ টা ৪৫ মিনিটে উরুগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল।
তবে ব্রাজিলের জন্য একটি দুঃসংবাদ হলো উরুগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের তিক্ত স্বাদ রয়েছে দলটির। কোপা আমেরিকায় শেষবার যখন দেখা হয়েছিল তখন ট্রাইব্রেকারে ৪-২ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল।
সরাসরি দেখবেন যেভাবে:
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দুটো উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। । তবে অনলাইনে স্পোর্টজফাই মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। ইয়াসিন টিভি অ্যাপ থেকেও সরাসরি দেখা যাবে ম্যাচটি। এছাড়া ম্যাচগুলো দেখতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য যে বর্তমানে ১১ম্যাচে ৫ জয়, ৪ হারের সাথে ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এদিকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে উরুগুয়ে। এছাড়া মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে পেরু। লাতিন অঞ্চলের ১০ দলের শীর্ষ ৬ টি দল ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এসআর/বিটি