ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। একইভাবে আফ্রিকান দেশগুলোর সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করে থাকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ)। যাকে বলা হয় আফ্রিকান ব্যালন ডি’অরও বলা হয়ে থাকে।
২০২৪ আফ্রিকান ব্যালন ডি’অরকে সামনে রেখে গতকাল সোমবার (১৯ নভেম্বর) বর্ষসেরা পুরস্কারের জন্য পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কাফ।
এই পাঁচ ফুটবলার হলেন আটালান্টা ও নাইজেরিয়ান উইঙ্গার অ্যাডেমোলা লুকম্যান, গায়ানা ও বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার সেরহাউ গুইরাসি, পিএসজি ও মরক্কোর রাইট ব্যাক আশরাফ হাকিমি, ব্রাইটন ও আইভরি কোস্টের অ্যাটাকার সাইমন অ্যাডিংগ্রা এবং একমাত্র গোলরক্ষক হিসেবে এই তালিকায় স্থান করে নিয়েছেন মামেলোদি সানডাউনস ও দক্ষিণ আফ্রিকার রনওয়েন উইলিয়ামস।
আরও পড়ুন:
» ভারতের বিপক্ষে উঠেছে বড় অভিযোগ, কীভাবে দেখছে আইসিসি?
» ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, ম্যাচ দেখবেন যেভাবে
এবারের আফ্রিকান সেরার পুরস্কার জয়ে সবচেয়ে বেশি ফেভারিট লুকম্যান। এই উইঙ্গার গত মৌসুমে আটলান্টার হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেন। ইউরোপা লিগের সেমিতে গোল-অ্যাসিস্টের পর ফাইনালে হ্যাটট্রিক করে আটলান্টার শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। আটালান্টাকে কোপা ইতালিয়ার ফাইনালে তুলতেও অবদান রাখেন এই উইঙ্গার।
এছাড়া আফ্রিকা নেশন্স কাপে নাইজেরিয়াকে ফাইনালে তোয়ার পেছনেও বড় অবদান ছিল তার। পুরো টুর্নামেন্টে ৩ গোল ও ১ অ্যাসিস্ট রয়েছে তার। এবার পুরস্কারটি অন্যতম বড় দাবিদার এই ২৭ বছর বয়সী নাইজেরিয়ান তারকা।
এছাড়া সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্যান্য ফুটবলাররাও নিজ নিজ দেশ ও ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন। এবার দেখার পালা কে হতে যাচ্ছেন ২০২৪ সালে আফ্রিকার সেরা খেলোয়াড়।
২০২৩ সালে আফ্রিকান ব্যালন ডি’অর জিতেছিলেন নাপোলি ও নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। তবে এ বছর মনোনীত হননি এই তারকা। এছাড়া লিভারপুলের মোহাম্মদ সালাহ, চেলসি ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, ওয়েস্ট হ্যামের উইঙ্গার মোহাম্মদ কুদুস, বায়ার লেভারকুসেনের ভিক্টর বনিফেসের মতো বড় বড় তারকারা এবারের পুরস্কারের জন্য মনোনীত হননি।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/বিটি