ব্রাজিলের ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জীবন ও ক্যারিয়ার নিয়ে ডকুমেন্টারি তৈরি করার ঘোষণা দিয়েছে বিশ্ব বিখ্যাত অটিটি প্লাটফর্ম— নেটফ্লিক্স। ডকুমেন্টারিটি ২০২৫ সালে মুক্তি পাবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি নেটফ্লিক্স। খবর- ওয়ানফুটবল।
এদিকে ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই প্রাণভোমরার ক্যাবিনেটে রয়েছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি। ভিনিসিয়ুস জুনিয়র তিনবার স্প্যানিশ চ্যাম্পিয়ন ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জয় করেছেন।
এবারের ব্যালন ডি’অর ভিনির হাতে না উঠলেও বর্তমানে ক্যারিয়ারে চূড়ায় রয়েছেন ব্রাজিলের নিউ ব্ল্যাক ম্যাজিক ভিনি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড়ও তিনি। যার গায়ে রয়েছে রিয়াল মাদ্রিদের আইকনিক ৭ নম্বর জার্সি।
আরও পড়ুন :
» ৭১ ধাপ এগিয়ে থাকা সৌদিকে হারিয়ে ইন্দোনেশিয়ার চমক
» ২০৩৪ বিশ্বকাপ সামনে রেখে বৃহৎ স্টেডিয়াম তৈরির ঘোষণা সৌদির
» ইমরুলকে নিয়ে বিদায়ী বার্তা দিলেন সাব্বির
জার্মান ভিত্তিক এই ক্রীড়া সংবাদ মাধ্যমটি বলছে- নেটফ্লিক্সের জন্য এমন ঘোষণা অবাক করে দেওয়ার মতো কিছু নয়। কেননা এর আগে টনি ক্রুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোসহ অন্যান্য মহাতারকাদের ক্যারিয়ার নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে।
এছাড়া সর্বশেষ ডেভিড বেকহামের জীবন ও ক্যারিয়ার নিয়ে একটি ডকুমেন্টারি প্রচার হয়। ২০২৪ সালের ক্রিয়েটিভ আর্টস এমিতে একটি এমি অ্যাওয়ার্ডও জিতে নেয় বেকহামের ডকুমেন্টারিটি।
জানা গেছে, ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে ডকুমেন্টারিতে থাকবে পর্দার আড়ালের অনেক ফুটেজ। থাকবে অভূতপূর্ব এক পরিচিতি— যা মুগ্ধ করবে ফুটবল সমর্থকদের।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২০২৪/এসএ