Connect with us
ফুটবল

বছরের শেষ ম্যাচটাও জিততে পারলো না ব্রাজিল

crifo brazil vs uruguye
উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মৌসুম শেষ করল ব্রাজিল।

রবীন্দ্রনাথে ‘হঠাৎ দেখা’ কবিতার লাইনের মতো বলতে হচ্ছে- ‘ব্রাজিলের গেছে যে দিন, তা কী একেবারেই গেছে? কিছুই কী নেই বাকি? এ বছরে ব্রাজিলকে দেখলে যেন তাই মনে হচ্ছে। বছরের শেষ ম্যাচটাও জিততে পারলো না তারা। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে সেলেকাওরা।

দারুণ শুরু দিয়ে যাত্রা করেছিলেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু সেটাও ক্রমে ক্রমে ক্ষয়ে গেছে। এ বছরের কোপা আমেরিকার সেমিতেও যেতে পারেনি। এবার শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে কী না তা নিয়ে।

বুধবার ভোরের ম্যাচে প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল খেয়ৈ পিছিয়ে পড়ে দরিভালের শিষ্যরা। পরে সেটা শোধ করে সমতায়ও ফেরে তারা। বারবার আক্রমণ করলেও প্রতিপক্ষের গোলমুখে আছে কেবল একটা শটই নিতে পারে। ব্রাজিলের ফরোয়ার্ডরা অনেকগুলো সুযোগ মিস করেন।

আরও পড়ুন

» কষ্টের জয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

» ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে ডকুমেন্টারি বানাবে নেটফ্লিক্স

রাফিনহা, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা ছন্দ দেখালেও পাননি গোলের দেখা। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর আসে দ্বিতীয়ার্ধে শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। যেখানে প্রথম সাফল্য পায় উরুগুয়ে। যাদের কাছে হেরে কোপা থেকে বিদায় নিয়েছিল ভিনিরা।

ম্যাচের ৫৫ মিনিটে ফেডে ভালভার্দে দেখালেন তার পায়ের কারুকাজ। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট দুই ডিফেন্ডার আর গোলরক্ষককে পরাস্ত করে বল আশ্রয় নেয় জালে। উল্লাসে ফেটে পড়ে উরুগুয়ে। হতবাক হয়ে যায় ব্রাজিলিয়ানরা। তবে গোল শোধ করতে দেরি করেনি রাফিনহারা।

৬২ মিনিটের মাথায় কোচ দরিভালের বিশেষ আস্থা গেরসনের পা থেকে আসে গোল। রাফিনহার ক্রসটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি উরুগুয়ের রক্ষণ। বল চলে যায় ডি-বক্সের বাইরে অনেকটা ফাঁকায় থাকা গেরসনের সামনে। দুর্দান্ত এক ভলি কাছের পোস্টে। সেখান থেকেই ব্রাজিলের সমতায় ফেরা।

পরে বেশ কিছু সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি রদ্রিগোরা। ৬৪ মিনিটে মার্টিনেল্লি, ৬৮ মিনিটে রদ্রিগো আগিরে এবং অতিরিক্ত সময়ে দানিলো ব্যর্থ হওয়ায় ১-১ ড্রতেই শেষ হয় খেলা।

টানা দুটি ড্র করায় পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পাঁচবারের বিশ্বজয়ীরা। ১২ ম‍্যাচে পাঁচটি জয়, ৪টি হার আর তিন ড্রয়ে পয়েন্ট ১৮। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচে জয় দিয়ে বছর শেষ করেছে মেসিরা।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল