Connect with us
ক্রিকেট

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন বাশার

Bashar shares his thoughts on the Women's ODI World Cup
২০২৫ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন বাশার। ছবি- সংগৃহীত

আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। তবে সেখানে সরাসরি জায়গা করে নিতে হলে বাংলাদেশের মেয়েদের দিতে হবে কঠিন পরীক্ষা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের সামনে থাকা ৬ ম্যাচের সবগুলো ম্যাচই জিততে হবে নিগার সুলতানাদের। না হলে উতরাতে হবে বাছাইপর্ব বাঁধা।

আজ (বুধবার) মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে নারী ক্রিকেটের স্পন্সর ঘোষণার অনুষ্ঠান। যেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

এসময় তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আগামী ওয়ানডে বিশ্বকাপ যেহেতু ভারতে হচ্ছে সেহেতু আমরা খুবই আত্মবিশ্বাসী। কারণ এই অঞ্চলের কন্ডিশন আমাদের জানা। ফলে আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি সাজাতে অনেক সহজ হবে। আপাতত আমাদের মূল লক্ষ্য আসন্ন সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেওয়া। যেহেতু আমরা স্বাগতিক সেহেতু আশা করি আমরা এটা করতে সক্ষম হবো। এতে করে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দিকে আরও এগিয়ে যাবো।’

আরও পড়ুন:

» বছরের শেষ ম্যাচটাও জিততে পারলো না ব্রাজিল

» যুবাদের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল বিসিবি 

আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। যেখানে ৩ টি ওয়ানডে এবং ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে আরও ৩ ওয়ানডে। তবে এখন বাংলাদেশের সকল মনযোগ আয়ারল্যান্ড সিরিজের দিকে।

এবিষয়ে হাবিবুল বাশার বলেন যে, ‘আমরা বর্তমানে শুধুমাত্র আয়ারল্যান্ডকে নিয়ে ভাববো। তাদেরকে কিভাবে সকল ম্যাচে হারানো যায় সেই চেষ্টায় করবো। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে ভাববো।’

হাবিবুল বাশার ছাড়াও স্পন্সর ঘোষণার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। সেখানে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেন, ‘আমরা আগে নারী দল নিয়ে তেমন কোনো অগ্রগতি দেখিনি। তবে এখন আমরা সেই জায়গায় উন্নতি করার চেষ্টা করছি। ইতোমধ্যে অনুর্ধ্ব-১৯ নারী দলের কোচ হিসেবে সরোয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি। সে পুরো দল নিয়ে বিকেএসপিতে অনুশীলন করছে। এছাড়াও অনুর্ধ্ব-১৬ নারী দলকে নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে আমাদের।’

এসময় নাজমুল আবেদিন ফাহিম আরও বলেন, ‘ভবিষ্যতে একটা শক্তিশালী নারী দল গঠন করতে হলে নারীদের বেশি বেশি ম্যাচ খেলতে হবে। বছরে কমপক্ষে ৪০-৫০ টি ম্যাচ খেলার মতো সুযোগ তৈরি করা হবে। যাতে করে তাঁরা নিজেদের উন্নত করতে পারবে। যত বেশি ম্যাচ খেলবে দেশের ক্রিকেট তত বেশি উন্নত হবে।’

উল্লেখ্য ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে আসন্ন ২ সিরিজের সবকয়টি ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার মেয়েদের কাছে।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট