সম্প্রতি নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেই রেশ না কাটতেই এবার নতুন সুখবর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব -২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ।
আজ (বুধবার) দক্ষিণ এশিয়ার ফুটবল কমিটির এক বৈঠকে ২০২৫ অনুর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে। এসময় টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখও জানিয়েছে সাফ কর্তৃপক্ষ।
সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে মাঠে গড়াবে অনুর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। যা শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশকে আয়োজক নির্ধারণ করা হলেও এখনও পর্যন্ত ভেন্যু নির্ধারণ করা হয় নি।
এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা শীঘ্রই বাফুফে চিঠি দিবো। যাতে করে তাঁরা দ্রুত ভেন্যুর নাম ঠিক করে আমাদের জানায়।’
আরও পড়ুন:
» দুই সেঞ্চুরিতেই র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারের অবিশ্বাস্য উন্নতি
» মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন বাশার
চলতি বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ আয়োজন করে সমালোচনার মুখে পড়ে বাফুফে৷ এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার উপযোগী হবে জানুয়ারিতে। সুতরাং এখন কোথায় অনুর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে বাফুফের উপর।
এদিকে আজকের সভায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি অনূর্ধ্ব -১৯ পুরুষ টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ও সূচি ঘোষণা করেছে সাফ কর্তৃপক্ষ। অনুর্ধ্ব-১৯ পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আয়োজক দেশ ভারত। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় ৫ নভেম্বর। যা শেষ হবে ১৫ নভেম্বর। তবে কোন রাজ্যে আয়োজন করা হবে সেটা জানতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ কর্তৃপক্ষ।
এছাড়াও আগামী বছর পুরুষ সাফের জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আছে। যদিও এখনও কোনো আয়োজক দেশের নাম ঠিক করা হয় নি। এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আগামী মাসের মিটিংয়ে মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য যে বাংলাদেশ শুধু বয়সভিত্তিক মেয়েদের সাফ আয়োজন করেই থামবে না। বরং ২০২৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে আগ্রহী বাংলাদেশ। সেই লক্ষ্যে ইতোমধ্যেই নিজেদের পরিকল্পনা সাজানো শুরু করেছে বাফুফে।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/এসআর/বিটি