চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিয়ে ব্যস্ত দেশের ক্রিকেটাররা। তবে এই ব্যস্ততার সময়েও মাঠের বাইরে অবসর সময় পার করছেন সাব্বির রহমান। এবারের আসরে নিজ বিভাগ রাজশাহীর হয়ে খেলার সুযোগ পাননি এই ব্যাটার। একসময়ের জাতীয় দলের নিয়মিত এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলার সুযোগ না পাওয়ার বিষয়টি অনেকটাই হতাশাজনক।
রাজশাহী বিভাগের তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা। তবে জাতীয় দলের খেলা থাকায় কেউই এনসিএল খেলছেন না। যদিও মুশফিক ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। তবে এই তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতেও দলে সুযোগ পাননি সাব্বির।
এবার সাব্বিরের দলের সুযোগ না পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। মূলত লঙ্গার ভার্সনের ক্রিকেটে তাকে নিয়ে আগ্রহ ছিল না রাজশাহীর। আর এজন্যই তাকে দলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজ্জাক।
আরও পড়ুন:
» মেসিসহ ভারত সফর করবে আর্জেন্টিনা দল
» মেয়েদের ফুটবলে নতুন করে সুখবর পেল বাংলাদেশ
এই বিসিবি নির্বাচক বলেন, ‘লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য দলের কোচ বা ক্যাপ্টেন কেউই সাব্বিরকে দলে নিতে চায়নি। আর এ বিষয়ে আমরাও কোনো দলকে চাপ দিতে পারি না’
তবে লাল বলের ক্রিকেটে সাব্বিরকে নিয়ে আগ্রহ না থাকলেও টি-টোয়েন্টিতে তাকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্জাক বলেন, ‘সাব্বিরকে টি-টোয়েন্টিতে দলে নিতে পারে। এ বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত।’
জাতীয় দলে সুযোগ হারানোর পর ঘরোয়া ক্রিকেটেও বেশ অনিয়মিত সাব্বির। কোনো দলের হয়ে খেলার সুযোগ পেলেও মূল একাদশে নিয়মিত সুযোগ পান না এই মিডল অর্ডার ব্যাটার। তবে ২০২৫ বিপিএল দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন তিনি। আসন্ন এই টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালের হয়ে খেলবেন এই হার্ডহিটার ব্যাটার।
অবশ্য বিপিএলের আগেই মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১১ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। এই আসরে খেলার সুযোগ পেলে বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/বিটি