বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উন্মাদনার একটি বড় নাম হলো সাকিব আল হাসান। সে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের ম্যাচ খেলতে নামার আগে জাতীয় দল সম্পর্কে গণমাধ্যমকে নিজের ভাবনা জানিয়েছেন এই অলরাউন্ডার। সেখানে তাঁর বক্তব্য ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল সুখকর।
টি-টেন লিগে ম্যাচ খেলতে নামার আগে দেওয়া সাক্ষাৎকার থেকে বোঝা যায় আরও কিছুদিন দেশের জার্সিতে মাঠে মাতাতে চান সাকিব। গত ২০ নভেম্বর (বুধবার) আবুধাবি টি-টেন লিগ শুরুর একদিন আগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয়। যেখানে ১০ দলের অধিনায়কদের অংশগ্রহণ করেন। সেই সংবাদ সম্মেলনে সাকিব জাতীয় দলের ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়।
এমন প্রশ্নের জবাবে সাকিব হেসে বলেন, ‘এই টুর্নামেন্টের পরেই জানা যাবে।’ এসময় চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের জার্সিতে সাকিবকে দেখা যাবে না কি না প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি বর্তমানে এই টুর্নামেন্টের উপর ফোকাসড করছি। তাই ছাড়া আপাতত কিছ ভাবছি না।’
আরও পড়ুন:
» ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া শুরু হচ্ছে বাংলাদেশের নতুন টেস্ট অধ্যায়
» আজ মাঠে নামবে সাকিবের দল, সরাসরি দেখবেন যেভাবে
আজ (বৃহস্পতিবার) থেকে দুবাইয়ে শুরু হয়েছে এবারের আবুধাবি টি-টেন লিগ। টুর্নামেন্ট চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। ধারণা করা হচ্ছে সেই সিরিজে দেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে। তবে নির্বাচক প্যানেল এখনও বিষয়টি নিশ্চিত করেনি। তাঁরা এখনও বোর্ড সভাপতির অনুমতির অপেক্ষায় আছেন।
আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণার সম্ভবনা রয়েছে।
এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। ভাগ্য সহায় থাকলে সেখান থেকেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এসআর/বিটি