দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে গেল কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে সবসময়ই সমীহ জাগানিয়া দল আলবিসিলেস্তেরা। আর বর্তমান সময়ে যেন ফর্মের তুঙ্গে রয়েছে লিওনেল মেসির দল। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের তালিকায়ও শীর্ষে রয়েছে কিছুদিন আগে কোপা জয়ী এই দলটি।
তবে বিপরীত চিত্র দেখা যাবে আর্জেন্টিনার নারী ফুটবল দলের দিকে তাকালে। কেননা যেখানে ফিফা বিশ্ব র্যাংকিংয়ে সবার উপরে রয়েছে আর্জেন্টাইন পুরুষ দল, সেখানে নারী দল আজ পর্যন্ত সেরা ৩০ দলের মধ্যেও আসতে পারেনি কখনও। সর্বশেষ ১৬ আগস্ট হালনাগাদকৃত ফিফা র্যাংকিং অনুযায়ী বর্তমানে তাদের অবস্থান ৩৩তম।
এদিকে আর্জেন্টিনা পুরুষ দল তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাদের নারী দল এখন পর্যন্ত বিশ্বকাপে জিততে পারেনি কোন ম্যাচ। আর্জেন্টিনার এই ফুটবল যেন বাংলাদেশের ফুটবলের ঠিক বিপরীত। কেননা আমাদের দেশে ফুটবলে যত সাফল্য এসেছে তার প্রায় সবই মেয়েদের হাত ধরে। র্যাংকিংয়েও জামাল-তপুদের চেয়ে বেশ এগিয়ে সাবিনাদের দল।
বিশ্ব ফুটবলে ব্রাজিলকে মনে করা হয় আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী। এই দুই দলের মধ্যকার মাঠের লড়াই যেন সবসময়ই উত্তাপ ছড়ায়। ফলাফলের দিকে তাকালেও দেখা যায় দল দুটো রয়েছে সমানে সমান। তবে নারী ফুটবলে পরিসংখ্যান ভিন্ন। গোল এক দশকে ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনার মেয়েরা।
আরও পড়ুন:
» নেইমারকে জাতীয় দলে চেয়ে যা বললেন দরিভাল জুনিয়র
» আইপিএলের মেগা নিলামে কোন দলের বাজেট কত?
২০১৪ সালে প্রথমবার মুখোমুখি হয়ে ব্রাজিলকে হারিয়েছিল তারা। তবে সেটাই ছিল প্রথম, আর সেটাই শেষ। পরবর্তী সময়ে আরও ১০ বার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তারা। যার মধ্যে ৮ বারই পরাজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। পুরুষ দলের মতো কখনোই তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দলটি।
যার অন্যতম কারণ– আর্জেন্টিনায় মেয়েদের জন্য নেই ঘরোয়া কোন টুর্নামেন্ট। অর্থাৎ একজন অপেশাদার ফুটবলার হিসেবেই জাতীয় দলে আবির্ভাব হয় একেক জন নারী ফুটবলারের। আর এতে করে প্রতিযোগিতা মূলক ফুটবলে নিজেদের টিকিয়ে রাখতে পারছে না বর্তমান পুরুষ বিশ্বচ্যাম্পিয়নদের নারী দল।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এফএএস